দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী সোমবার স্বাধীনতা দিবসে ছুটির দিন থাকায় যাত্রী সংখ্যাও কম থাকবে | সেই কারণে ওইদিন কম সংখ্যায় চলবে মেট্রো | উত্তর দক্ষিণ শাখায় ২৮৮টির পরিবর্তে ১৮৮ টি মেট্রো চলবে এবং পূর্ব পশ্চিম শাখায় অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রো চলবে ১০০টির পরিবর্তে ৯০টি | মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে | তবে মেট্রো চালু ও বন্ধ হওয়ার সময় অপরিবর্তিতই থাকছে | কলকাতা মেট্রো রেলওয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ অগাস্টের সকালে দমদম থেকে কবি সুভাষের প্রথম মেট্রো পাওয়া যাবে ৬টা ৫০ মিনিটে | দক্ষিণেশ্বর থেকেও একই সময়ে মেট্রো ছাড়বে |দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৭টায় | আগামী ১৫ অগাস্ট দক্ষিণেশ্বর-কবি সুভাষ পর্যন্ত আপ-ডাউন মিলিয়ে মোট ১৮৮টি মেট্রো চলবে | অন্যান্য দিন ২৮৮টি মেট্রো এই রুটে চালানো হয় | সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবসে কম সংখ্যায় মেট্রো চললেও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দক্ষিণেশ্বর থেকে দমদমে সকালে প্রথম ও রাতে শেষ মেট্রো পরিষেবার সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি | অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবিসুভাষ গামী শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ২৮ মিনিটে | দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদমে শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪০ মিনিটে| কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে শেষ মেট্রো ছাড়বে রাত্রি সাড়ে ৯টায়| ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম এবং শেষ মেট্রো পরিষেবার সময়সূচিতে কোনও বদল করা হয়নি | শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ৫ এবং সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদা পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে যথাক্রমে সকাল ৬টা ৫৫ মিনিট এবং ৭টা নাগাদ | এছাড়া রাতে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ৫ এবং সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদা পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে ৯টা ৩৫ মিনিট এবং ৯টা ৪০ মিনিটে |