Breaking News

তেরঙ্গার সঙ্গে ৩০ বিপ্লবীর ছবি! স্বাধীনতা দিবসের আগে প্রোফাইল পিকচার বদলালেন মমতা, দিলেন বিশেষ বার্তাও

প্রসেনজিৎ ধর :- স্বাধীনতা দিবসের ৭৫ বছর | দেশজুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ | স্বাধীনতা দিবসের প্রাক্কালে এবার নিজের টুইটার হ্যান্ডেলের ডিসপ্লে পিকচার বদল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সঙ্গে দিলেন বিশেষ বার্তা | ‘বিভেদের মাঝে দেখ মিলন মহান’, এই বার্তাই দিতে চেয়েছেন তৃণমূল সুপ্রিমো, মত অভিজ্ঞ মহলের | তেরঙ্গার পাশাপাশি ৩০ জন স্বাধীনতা সংগ্রামীর ছবি রয়েছে | শুধু তিনিই নন, তৃণমূলের প্রোফাইল ছবিও বদলে গেল একইভাবে | কিছুদিন আগেই নরেন্দ্র মোদী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের DP বদলেছিলেন | স্বচিত্রের বদলে জাতীয় পতাকার ছবি ব্যবহার করেছিলেন তিনি | ৭৫তম স্বাধীনতা দিবস পর্যন্ত এই ছবিই ব্যবহার করবেন তিনি, জানিয়েছিলেন মোদী নিজেই | দেশবাসীকে জাতীয় পতাকার ছবি DP হিসেবে ব্যবহারের আবেদন জানান প্রধানমন্ত্রী | মমতা বন্দ্যোপাধ্যায় নিজের DP-র মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন স্বাধীনতা সংগ্রামীদের | নেতাজি, গান্ধীজী, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে ভারতের বীর সন্তান, যাঁরা ইংরেজ শাসকের রক্তচক্ষুর থেকে চোখ সরাননি, মাতৃভূমিকে স্বাধীন করার জন্য লড়াই করেছেন, সেই বীরদের ছবির একটি কোলাজ নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের DP হিসেবে আপলোড করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় | পাশাপাশি শনিবার দুটি ইঙ্গিতপূর্ণ টুইট করেন তিনি | মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “ভারতবর্ষ, যেখানে বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করেন | ভারতবর্ষ যেখানে গণতান্ত্রিক অধিকার রক্ষা করা হয় | হ্যাঁ এটাই আমাদের ভারতবর্ষ|”
অপর একটি টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমরা সকলেই আমাদের সুন্দর মাতৃভূমির জন্য গর্বিত | আমাদের কাছে ভারত মানে একতা | কিন্তু, আমাদের ভাবনা আলাদা হতে পারে |” এরপরেই তিনি প্রশ্ন করেন, “ভারতবাসী, মহান দেশ বলতে আপনাদের ধারণা কী?” স্বাধীনতা দিবসের আগে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি জানতে আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায়, মত অভিজ্ঞ মহলের |

এছাড়া প্রোফাইল ছবি বদলে ফেলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও | তিনিও দেশ সম্পর্কে নিজের ভাবনা প্রকাশ করেছেন | আবেদন জানিয়েছেন আমজনতার কাছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *