Breaking News

‘দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’লালকেল্লায় কড়া বার্তা প্রধানমন্ত্রীর,লালকেল্লা থেকে ‘হিন্দুবীর’-কে সম্মান প্রধানমন্ত্রীর!

দেবরীনা মণ্ডল সাহা :- স্বাধীনতার ৭৫, ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছে গোটা দেশ | স্বাধীনতার ৭৫ বছরের অনুষ্ঠানকেও রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | এদিন দুর্নীতি ও পরিবারতন্ত্রিক রাজনীতির সমালোচনায় মুখর হলেন প্রধানমন্ত্রী | বললেন, এদেশের সবথেকে বড় চ্যালেঞ্জ হল দুর্নীতি ও পরিবারতন্ত্রের রাজনীতি | ত্রিবর্ণরঞ্জিত পাগড়ি মাথায় পরে স্বাধীনতার অমৃত মহোৎসবের অনুষ্ঠানে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি | ভাষণের শেষলগ্নে পরিবারতন্ত্র, স্বজনপোষণ এবং দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিলেন তিনি| প্রধানমন্ত্রীর সাফ বার্তা, “বর্তমানে দেশ দু’টি বড় চ্যালেঞ্জের সম্মুখীন | এক, পরিবারতন্ত্র। দুই, দুর্নীতি | এই দুইয়ের বিরুদ্ধেই সচেতনতা বাড়াতে হবে | দেশের প্রতিষ্ঠানগুলিকে স্বজনপোষণ এবং দুর্নীতি মুক্ত করতে হবে |”যদিও রাজনৈতিক অনুষ্ঠান থেকে পরিবারতন্ত্রকে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী | আর এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকেও একই ইসুতে সরব হলেন তিনি | দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে দুর্নীতি দূর করার পক্ষে সওয়াল করে তিনি বলেন, “অনেকে দুর্নীতিতে যুক্ত থাকায় জেলে রয়েছে | তাও তাদের আলোচনা চলছে | দুর্নীতিগ্রস্তদের প্রতি কড়া মনোভাব দেখাতে হবে | দেশের টাকা লুঠ করে লুকিয়ে রাখা হচ্ছে | তাই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে |”
স্বাধীনতার ৭৫তম বর্ষে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, “প্রভাবশালীরাও বাঁচতে পারবেন না কেউই | যারা ব্যাঙ্কের সম্পত্তি নিয়ে পালিয়েছিলেন তারা এখন জেলে | যারা লুঠ করেছে তাদের সমস্ত সম্পদ ফেরাতে হবে|”উত্তর-পূর্ব থেকে দাক্ষিণাত্য সবমিলিয়ে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের স্বাধীনতা সংগ্রামীদের কথা উঠে আসে প্রধানমন্ত্রী মোদির মুখে | তিনি বলেন, “মঙ্গল পাণ্ডে, তাতিয়া টোপে, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, চন্দ্রশেখর আজাদ, আশফাকুল্লা খান, রামপ্রসাদ বিসমিলের মতো স্বাধীনতা সংগ্রামীদের আজ ধন্যবাদ জানাচ্ছে দেশ|” তিনি আরও বলেন, “স্বাধীনতার বিষয়ে কথা বলার সময় আমরা আদিবাসী সমাজের অবদানের কথা ভুলতে পারি না | ভগবান বিরসা মুণ্ডা, সিধু-কানু, আল্লুরি সীতারাম রাজু, গোবিন্দ গুরু এমন অনেক সংগ্রামী স্বাধীনতার আওয়াজ হয়ে উঠেছিলেন |তাৎপর্যপূর্ণভাবে, এদিন স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানাতে গিয়ে প্রধানমন্ত্রীর মুখে হিন্দুত্ববাদীদের ‘আইকন’ বীর সাভারকর ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা উঠে আসে | জল্পনা উসকে তিনি বলেন, “আজ দেশবাসী মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, বীর সাভারকরের প্রতি কৃতজ্ঞ | তাঁরা স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *