প্রসেনজিৎ ধর :- রবিবার বেহালা থেকে অনুব্রতর গ্রেফতারি নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | কার্যত তৃণমূল নেতার পাশে দাঁড়ানোর ইঙ্গিতই দিয়েছিলেন তিনি | আর তারপরেই মুখ খুললেন অনুব্রত মণ্ডল | দলনেত্রীর এই বার্তা পেয়েই আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডল আইনজীবীকে জানালেন, “জানতাম দিদি পাশে থাকবেন |” এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে কড়া পদক্ষেপ করেছিল তৃণমূল | তাঁকে দলের যাবতীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয় | কিন্তু, গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের ‘প্রশংসা’ শোনা গিয়েছে স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে | আর এই বিষয়টি কানে যাওয়ার পরেই কিছুটা হলেও আশ্বস্ত অনুব্রত | তাঁর আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা জানান, অনুব্রত তাঁকে বলেছেন, “জানতাম দিদি পাশে দাঁড়াবেন” | ঠিক কী বলেছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী?তিনি জানান, অনুব্রত মণ্ডল তাঁকে বলেছেন, “জানতাম দিদি পাশে দাঁড়াবেন | কারণ এই ঘটনার সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই | জানতাম দিদি সেটা বুঝতে পারবেন |” অনুব্রত মণ্ডলের শরীর ঠিক না থাকলেও মুখ্যমন্ত্রীর কথা শুনে মনের জোর ফিরে পেয়েছেন তিনি | গত বৃহস্পতিবার বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার করা হয় বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে | এরপর থেকেই জোর চর্চা রাজনৈতিক মহলে | দলের তরফে অনুব্রতর বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে সেদিকেও নজর ছিল সকলের | এরই মাঝে গতকাল অর্থাৎ রবিবার ইঙ্গিতে দলের অবস্থান বুঝিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় | সরাসরি প্রশ্ন তোলেন, “কী করেছিল কেষ্ট? কেন গ্রেফতার করা হল ওকে?”মমতা কড়া সুরে বলেছিলেন, কতজনকে গ্রেফতার করবে? এরপর দল ‘জেল ভরো’ আন্দোলন শুরু করবে | সেই সঙ্গে লাগাতার আন্দোলন চালানোর কথাও বলেন তিনি | ভয় না পেয়ে প্রতিরোধের বার্তা দেন তৃণমূল নেত্রী | আর তারপরেই অনুব্রত তাঁর জেলার কর্মীদের বার্তা দিলেন | তাঁর আইনজীবীর দাবি, মিথ্যে কারণে গ্রেফতার করা হয়েছে তাঁর মক্কেলকে | অনুব্রত মণ্ডল অসুস্থ | এই সময় তাঁর নেত্রীর পাশে থাকার বার্তায় মানসিক জোর পেয়েছেন কেষ্ট | আইনজীবীর বক্তব্য অনুযায়ী আজ অনেকটাই আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডল| কারণ তাঁর পাশে মমতার দাঁড়ানো | এদিকে, অনুব্রতর একাধিক শারীরিক সমস্যা রয়েছে | আদালতের নির্দেশ রয়েছে ৪৮ ঘণ্টা অন্তর তাঁর শারীরিক পরীক্ষা করাতে হবে | বীরভূম জেলা তৃণমূল সভাপতির একাধিক সমস্যা রয়েছে | সেসব নিয়েই তিনি সিবিআই হেফাজতে রয়েছে | ফলে সতর্ক থাকতে হচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকেও |