Breaking News

‘খেলা হবে’ দিবসে মমতার বার্তা, টুইটে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর, দিনভর একাধিক কর্মসূচি তৃণমূলের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আজ ‘খেলা হবে দিবস’। টুইটে যুব সমাজকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |মঙ্গলবার দিনভর রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূলের | এদিন তিনি টুইট করে জানিয়েছেন,
‘খেলা হবে দিবসে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা | গত বছর এই দিনটা খুব ভাল ভাবে পালন করা হয়েছিল | এ বছর আরও বেশি করে তরুণ প্রজন্মের অংশগ্রহণ দেখতে চাই | ওঁরাই উন্নয়নের সবচেয়ে সম্ভাবনাময় বাহক | আমি চাই এই দিনটা এ রাজ্যে তরুণ নাগরিকদের জেদ এবং আবেগের প্রকাশের প্রতীক হয়ে থাকুক|’গত শনিবার মুখ্যমন্ত্রী গিয়েছিলেন বেহালায় একটি সভা করতে | সেদিন তিনি প্রকাশ্য মঞ্চ থেকেই জানিয়েছিলেন, ‘১৬ অগস্ট থেকে রাজ্যজুড়ে আন্দোলন আবার শুরু হবে | ওইদিন খেলা হবে দিবস | মিছিল, মিটিং, প্রতিবাদ, প্রতিরোধ, কাজকর্মও করবেন |… রাস্তায় নামতে হবে | রাস্তাই আমাদের রাস্তা দেখাবে | তাই নতুন করে আরেকটা রাজনৈতিক যুদ্ধ শুরু হবে | সেই যুদ্ধটা হবে খেলা হবে দিবস থেকে | খেলা হবে, সকলে খেলা হবে দিবসে অংশগ্রহণও করবেন| একটু খেলাধূলা করবেন | খেলতে খেলতে রাস্তায় মিছিল করুন না ভাল লাগবে |’ দলনেত্রীর সেই নির্দেশ মেনেই এদিন সকাল থেকেই রাজ্যজুড়ে পথে নেমে পড়েছে টিম তৃণমূল | পাড়ায় পাড়ায় চলছে মিছিল আর সিবিআই-ইডির বিরুদ্ধে প্রতিবাদ সভা | পাশাপাশি রাজ্য সরকারের তরফেও এদিন বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে | ভারোত্তোলনে সোনা জয়ী অচিন্ত্য শিউলি ও স্কোয়াশে ব্রোঞ্জজয়ী সৌরভ ঘোষালকে আজই সম্মানিত করবে রাজ্য সরকার | অচিন্ত্যকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা | সৌরভ ঘোষালকে দেওয়া হবে দু’লক্ষ টাকা | সেই সঙ্গে এই দু’জন অ্যাথলিটকেই দেওয়া হবে সরকারি চাকরি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *