Breaking News

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠান, হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি,আদিবাসী নৃত্যে পা মেলালেন মুখ্যমন্ত্রী!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে একদিকে যখন লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপরদিকে দুই বছর পর জনসাধারণের উপস্থিতিতে রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে | এদিন রেড রোডে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | পরবর্তীতে মুখ্যমন্ত্রীকে ‘গার্ড অফ অনার’ দেওয়ার পাশাপাশি হেলিকপ্টারে করে আকাশ থেকে পুষ্প বৃষ্টি করা হয় | এদিন আকাশ থেকে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি করা হয় | মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় গার্ড অফ অনার। স্বাধীনতা দিবসে ১১ জন আইপিএস অফিসারকে বিশেষ সম্মান জানানো হয়েছে | তাঁরা হলেন, ডিআইজি বর্ধমান রেঞ্জ অলোক রাজোরিয়া, ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ রশিদ মুনির খান, এআইজি সিকিউরিটি আভারু রবীন্দ্রনাথ, কলকাতা পুলিশের তিনজন ডেপুটি কমিশনার রূপেশ কুমার, আকাশ মাঘারিয়া, জয়িতা বসু, পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশীস সেন | এদিন রেড রোডে একাধিক সরকারি প্রকল্পের ট্যাবলো প্রদর্শিত হয় | সোমবার রেড রোডে আদিবাসী নৃত্যে পা মেলান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় | লোকশিল্পীদের অনুষ্ঠান চলাকালীন মঞ্চ থেকে নেমে আসেন তিনি, তাল মেলান শিল্পীদের সঙ্গে |
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এদিন শিল্পীদের সঙ্গে যোগদান করেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাও | বেশ কিছুক্ষণ এদিন শিল্পীদের সঙ্গে পা মেলানোর পর মূল মঞ্চে ফেরত যান মমতা বন্দ্যোপাধ্যায় | সোমবার সকালে ১০টার একটু আগেই রেড রোডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী | পতাকা উত্তোলনের আগে মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় গার্ড অফ অনার | পতাকা উত্তোলন হয় জাতীয় সঙ্গীতের পরে শুরু হয় মূল অনুষ্ঠান | মুখ্যমন্ত্রীকে সেলামী দেন কলকাতা ও রাজ্য পুলিশের বাহিনী | সেখানে যোগ দিয়েছিল পুলিশ ব্যান্ড ও মহিলাদের উইনার্স বাহিনী | এরপরেই কলকাতার দুর্গাপুজোর ইউনেস্কোর বিশ্বঐতিহ্যের স্বীকৃতি প্রাপ্যের স্বরূপ ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় | তারপরেই রাজ্য সরকারের এক একটি দফতর রাজ্যের এক একটি আর্থসামাজিক প্রকল্প তুলে ধরে নানা ট্যাবলোর মাধ্যমে |রেড রোডের কুচকাওয়াজে সামিল হয়েছে দুর্গাপুজোর ট্যাবলো | সেখানে এইবছর ঠাঁই পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, সবুজসাথী, কৃষকবন্ধু, ঐক্যশ্রীর মতো প্রকল্প |এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে স্বাধীনতা দিবস উদযাপনের ডাক দিয়েছেন | আর তিনি লিখেছেন, ‘‌ভারতের স্বাধীনতা এনেছেন যে সকল বীর সংগ্রামীরা আজ তাঁদের স্মরণ করার দিন | আমরা, ভারতবাসী, অবশ্যই তাঁদের মনে রাখব এবং নিজেদের মৌলিক কর্তব্য ও অধিকারের প্রতি অবিচল থাকব |’এই টুইট রাজ্য–রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *