Breaking News

মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় মেয়ের বাবাকে প্রকাশ্যে মারধরের অভিযোগ,মালদহের ঘটনা!তদন্তে পুলিশ

প্রসেনজিৎ ধর :- চাঞ্চল্যকর অভিযোগ| দীর্ঘদিন ধরে মেয়েকে পাড়ার ছেলে শ্লীলতাহানি করায় তার প্রতিবাদে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বাবা | তার জেরে গ্রেফতার হয় অভিযুক্ত যুবক | আর সেই রাগে অভিযুক্তের বাড়ির লোকেরা প্রকাশ্যে মারধর করল মেয়েটির বাবাকে | ঘটনাটি ঘটেছে মালদহ জেলার সদর মহকুমার বামনগোলা ব্লকের পাকুয়া শালালপুর এলাকায় | ওই কিশোরীর বাবাকে রাস্তায় দাঁড় করিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ | লাঠি, হাঁসুয়া নিয়ে চড়াও হয় ওই কিশোরীর বাবার উপর,এমনই অভিযোগ। অভিযোগ, ওই কিশোরীর বাবাকে প্রাণে মেরে ফেলারও চেষ্টা করে অভিযুক্তের পরিবার | তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় রক্ষা পান তিনি | গুরুতর জখম অবস্থায় ওই কিশোরীর বাবা বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন | জানা গিয়েছে, পাকুয়া শালালপুর এলাকার বাসিন্দা আশুতোষ সরকারের স্কুলপড়ুয়া মেয়েকে এলাকারই যুবক বাপি বাড়ুই নিত্যদিন উত্যক্ত করত | কখনও ফোন করে কখনও স্কুলে যাওয়ার সময় তাকে কটূক্তি করত | এর জেরেই বাপির বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন আশুতোষবাবু | সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বাপিকে গ্রেফতার করে| সোমবার সে জামিনে ছাড়া পায়। এরপরেই মঙ্গলবার সকালে বাপির বাড়ির লোকেরা রাস্তার মধ্যে আশুতোষবাবুকে আটকে রেখে ব্যাপক মারধর করেন বলে অভিযোগ| লাঠি ও হাঁসুয়া দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় | এলাকার বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় | ঘটনার জেরে বাপির বাড়ির ৪জন সদস্যের বিরুদ্ধে বামনগোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে | ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *