Breaking News

কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়া পালক!দেশে শ্রেষ্ঠত্বের তালিকায় ষষ্ঠ স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়,টুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে আবারও নতুন পালক | একটি নতুন সমীক্ষা অনুযায়ী দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেছে করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় | শুভেচ্ছা জানিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রেষ্ঠ তালিকায় শুধু ষষ্ঠ স্থান অধিকার করাই নয়, পিএইচডি ডিগ্রি প্রদান করার মধ্যে বিশ্ববিদ্যালয় রয়েছে দ্বিতীয় স্থানে | আর দ্বিতীয় স্থানে রয়েছে পেটেন্ট ডিগ্রি দেওয়ার ক্ষেত্রেও | প্রসঙ্গত, করোনার সময়েও এই বিশ্ববিদ্যালয় পিএইচডি ডিগ্রি প্রদান করেছে | মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়ে নিজের টুইটার হ্যান্ডেল থেকে দু’টি পোস্ট করেছেন | প্রথমটিতে তিনি লিখেছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যে তিনি গর্বিত | আর দ্বিতীয়টিতে তিনি লিখেছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যের জন্য তিনি সমস্ত অধ্যাপক- অধ্যাপিকা এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছেন | ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতার হীরক জয়ন্তীতে প্রকাশিত হয় ভারতীয় বেসরকারি সংস্থাটির সমীক্ষার রিপোর্ট| সেখানেই দেখা যাচ্ছে, দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় ছয় নম্বরে রয়েছে ঐতিহ্যবাহী কলকাতা বিশ্ববিদ্যালয় | বাংলার সমস্ত সরকারি অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ই সর্বোচ্চ স্থান দখল করেছে, যা নিঃসন্দেহে বিরাট সাফল্যের | সম্প্রতি কেন্দ্রের তরফে সেরা বিদ্যালয়ের যে তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানেও ভাল স্থানে ছিল কলকাতা | এবার বেসরকারি সংস্থাটিও জানিয়ে দিল, প্রথম দশেই রয়েছে কলকাতা | উল্লেখ্য,গত তিন বছরে পিএইচডি ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে দেশের সমস্ত সরকারি অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় | অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পড়ুয়া পিএইচডি ডিগ্রি পেয়েছেন | এছাড়াও গবেষণা করার জন্য গবেষকদের যে পেটেন্ট দিতে হয়, গত তিন বছরে সেই পেটেন্ট দেওয়ার ক্ষেত্রেও দু’নম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *