প্রসেনজিৎ ধর :- এবার টেট দু্র্নীতিতে নাম জড়াল অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের | আর তা নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে | মামলা দায়ের করেছেন আইনজীবী ফিরদৌস শামিম | তাঁর আরও অভিযোগ, কোনওদিন স্কুলে যানননি সুকন্যা মণ্ডল | তাঁকে সই করানোর জন্য হাজিরা খাতা আসত বাড়িতে | শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে | বুধবার সেই মামলারই শুনানি ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে | সেই সময়ে আইনজীবী ফিরদৌস শামিম অতিরিক্ত হলফনামা জমা দিয়ে সুকন্যার চাকরির বিষয়টি আদালতকে জানা | ওই আইনজীবীর দাবি, টেট পরীক্ষা না দিয়েই সুকন্যা প্রাথমিকে চাকরি পেয়েছেন | তাঁর নিয়োগ হয় বোলপুর ওয়েস্ট সার্কেলের কালিকাপুর প্রাইমারি স্কুলে | চাকরিতে যোগ দিলেও কোনও দিন স্কুলে বিশেষ যান না সুকন্যা, আদালতকে এমনটাই জানিয়েছেন ফিরদৌস | তিনি এও বলেন যে, ‘‘স্কুলের রেজিস্টার খাতা অনুব্রতের বাড়িতে নিয়ে গিয়ে তাঁর মেয়ের হাজিরা নিয়ে আসতেন এক জন |’’ শুধু সুকন্যাই নয়, অনুব্রতের অনেক ঘনিষ্ঠ এবং আত্মীয় চাকরি পেয়েছেন বলেও অভিযোগ জানান ফিরদৌস | এই ছজনের মধ্যে রয়েছেন অনুব্রত মণ্ডলের কন্যা, অনুব্রতর ভাই, ভাইপো | বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে ওই ছজনের টেট পাশ করার শংসাপত্র এবং চাকরির নিয়োগপত্র নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দিতে হবে | পাশাপাশি বৃহস্পতিবারের মধ্যে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকাকে রেজিস্টার নিয়ে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি | হাজিরা না দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে আদালত | ওই ছ’জন যাতে আদালতে অবশ্যই আসেন তা নিশ্চিত করতে হবে বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীকে | হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে দ্রুত নগেন্দ্রর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে |
উল্লেখ্য এর আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী কোনও নিয়ম না মেনে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল | কলকাতা হাইকোর্টের নির্দেশে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয় | এমনকি অঙ্কিতা যতদিন বেতন পেয়েছে সেই বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট | আদালতের নির্দেশ মেনে অঙ্কিতা অধিকারী দুটি কিস্তিতে বেতনের টাকা ফেরত দেন | অঙ্কিতার বিরুদ্ধে মামলাকারী ববিতা সরকার সেই টাকা পান | সেই রেশ কাটতে না কাটতে এবার রাজ্যের আরও এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠরা কোনও নিয়ম না মেনে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠল |