Breaking News

জনপ্রতিনিধিদের সম্পত্তি বৃদ্ধির মামলা: দ্রুত পুনর্বিবেচনার আর্জি নিয়ে হাইকোর্টে রাজ্যের তিন মন্ত্রী!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নেতা-মন্ত্রীদের অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি নিয়ে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রিভিউ পিটিশন দায়ের করলেন রাজ্যের তিন মন্ত্রী | কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ইডি–কে পার্টি করার নির্দেশ দিয়েছিলেন | এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য বৃহস্পতিবার আদালতে আবেদন করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, সমবায় মন্ত্রী অরূপ রায় এবং বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক | তাঁদের আবেদন, এই মামলায় ইডি–কে পক্ষ করার নির্দেশ আদালত দ্রুত পুনর্বিবেচনা করুক | হলফনামায় বলা হয়েছে, রাজ্যে লোকায়ুক্ত আছে | তাই এই মামলার বিচার সেখানেই হওয়া উচিত | সেই নির্দেশ দেওয়া হোক | কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে লিখিত বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে | ইডি–কে পার্টি করা হবে কি না, সেটা লিখিত বক্তব্য পেলে তবেই বিবেচনা করা হবে | বিষয়টি তাঁরা বিবেচনা করবেন লিখিত বক্তব্য আদালতে জমা পড়ার পর | এমনকী প্রধান বিচারপতি বক্তব্য লিখিতভাবে জমা দিতে নির্দেশও দেন | গত ৮ আগস্ট ইডিকে যুক্ত করার নির্দেশ দেয় আদালত। রাজ্যের অন্তত ১৯ জন জনপ্রতিনিধির সম্পত্তি কম সময়ে কয়েকগুণ বেড়েছে বলে অভিযোগ তুলে আদালতে মামলা হয় | সেই তালিকায় রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিক এমনকী অমিত মিত্রর মতো বর্ষীয়াণ মন্ত্রীও | সেই মামলায় কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে অংশীদার করার করার নির্দেশ দিয়েছিল | আদালতের সেই নির্দেশকে পুনর্বিবেচনা করার আবেদন জানালেন এবার রাজ্যের তিন মন্ত্রী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *