প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে হাজিরা দিতে কলকাতা হাইকোর্টে পৌঁছলেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্য মণ্ডল | বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ হাইকোর্টের পিছনের দরজা দিয়ে তাঁকে ভিতরে ঢোকায় পুলিশ | কিন্তু তাতেও এড়ানো যায়নি বিক্ষোভ | অনুব্রতর কন্যাকে দেখেই আদালত চত্বরে উঠল গরুচোর স্লোগান | অন্যদিকে সিবিআই হেফাজতে থাকা বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সাফ জানিয়ে দিলেন, তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল টেট পাশ করেছে | আছে সার্টিফিকেটও | উল্লেখ্য, মেয়ে সুকন্যা মণ্ডলের চাকরিতে নিয়োগ বিতর্কে এই প্রথম মুখ খুললেন কেষ্ট | বৃহস্পতিবার বেলা ১২টার কিছু আগে অনুব্রতকে নিয়ে নিজাম প্যালেস থেকে বেরোয় সিবিআইয়ের কনভয় | গন্তব্য কম্যান্ড হাসপাতাল | এরপর রাস্তায় সিগনালে গাড়ি দাঁড়ালে সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, মেয়েকে আদালত হাজিরা দিতে বলেছে | কী বলবেন? জবাবে অনুব্রত বলেন, ‘আমার মেয়ের পাশ করা আছে | সার্টিফিকেট আছে। আদালত মেয়েকে তলব করেনি | সার্টিফিকেট জমা দিতে বলেছে |’ এর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে তিনি বলেন, ‘উনি ঠিকই বলেছেন। নেত্রী হিসাবে পাশে থাকবেন না?’ শারীরিক পরিস্থিতি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বুকে একটা চাপ আছে | অনেক ওষুধ খাই তো..’বৃহস্পতিবার সকালে বোলপুরের বাড়ি থেকে রওনা দেন সুকন্যা | বেলা ১২টা নাগাদ চিনার পার্কের ফ্ল্যাটে পৌঁছন তিনি | সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর চলে যান কলকাতা হাইকোর্টে | সেখানে পুলিশি পাহারায় তাঁকে পিছনের গেট দিয়ে প্রবেশ করানো হয় | তখনই তাঁকে ঘিরে ওঠে গরু চোর স্লোগান | আদালত চত্বরে হাজির মানুষজন ‘গরুচোর’ ও ‘গরুচোরের মেয়ে গরুচোর’ বলে স্লোগান দিতে থাকেন | তারই মধ্যে আদালতে প্রবেশ করেন অনুব্রতর কন্যা | এদিন আদালতে প্রবেশের সময় সংবাদমাধ্যমের শত প্রশ্নের মুখেও কোনও জবাব দেননি তিনি |