Breaking News

হাইকোর্টে সাময়িক স্বস্তি অনুব্রত কন্যা সুকন্যার,হাজিরার নির্দেশ প্রত্যাহার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলসহ তাঁর ৬ আত্মীয় ও ঘনিষ্ঠের হাজিরার নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্ট | আদালতের নির্দেশে বৃহস্পতিবার হাজিরা দিতে হাইকোর্টে পৌঁছে গিয়েছিলেন এরা সবাই | কিন্তু শুনানি শুরু হতেই এদের হাজিরার নির্দেশ খারিজ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় | সঙ্গে খারিজ করা হয়েছে এদের নথি জমা দেওয়ার নির্দেশও | বুধবার অনুব্রত মণ্ডলের মেয়েসহ ৬ জন টেট পাশ না করেই প্রাথমিকে চাকরি পেয়েছেন বলে অতিরিক্ত হলফনামা দিয়ে আদালতকে জানান মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম | এরপরই অনুব্রত মণ্ডলের মেয়েসহ ৬ জনকে বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে আদালতে হাজির থাকতে হবে বলে জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় | আদালতের নির্দেশ পালন করতে বৃহস্পতিবার দুপুর ২টোর মধ্যে হাইকোর্টে পৌঁছে যান সুকন্যা মণ্ডলসহ প্রত্যেকে|শুনানি শুরু হওয়ার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, বুধবার যে অতিরিক্ত হলফনামা পেশ করা হয়েছে তা পুরনো ২ মামলার জন্য গ্রহণযোগ্য নয় | তাই এই হলফনামা গ্রহণ করছে না আদালত| এই অভিযোগ নতুনভাবে জানাতে হবে অভিযোগকারীদের| একথা বলে সুকন্যাসহ ৬ জনের বিরুদ্ধে বুধবার জারি হাজিরার নির্দেশ খারিজ করে দেন বিচারপতি | সঙ্গে খারিজ হয় নথি পেশের নির্দেশও | এই হলফনামা প্রত্যাহারের অর্থ আপাতত আদলতে সাময়িক স্বস্তি পেয়ে গেলেন সুকন্যা মণ্ডল| যদিও একইসঙ্গে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, সুকন্যার নিয়োগ নিয়ে আদালতে আলাদা করে মামলা হলে, তা শুনবে আদালত | ওদিকে বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার সময় অনুব্রত সংবাদমাধ্যমকে বলেন, ‘মেয়ের টেট পাশ করা আছে, সার্টিফিকেট আছে | আদালত তাকে তলব করেনি | কাগজ জমা দিতে বলেছে |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *