দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নবান্ন অভিযানের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল বঙ্গ বিজেপির তরফে | কিন্তু এবার সেই কর্মসূচি পিছিয়ে গেল বলে সূত্রের খবর | দুর্নীতি ইস্যুতে আগামী ৭ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান করার কথা ঘোষণা করা হয়েছিল| তবে সেটা আরও একসপ্তাহ পিছিয়ে গিয়েছে বলে বিজেপি সূত্রে মিলেছে খবর | তবে কেন এই কর্মসূচি পিছিয়ে দেওয়া হল তা স্পষ্ট করে কেউ কিছু বলতে চাইছেন না | সূত্রের খবর, পরিবর্তন করার পর সূচি যা তৈরি হয়েছে তাতে ১৩ সেপ্টেম্বর হতে পারে বিজেপির নবান্ন অভিযান | দিনক্ষণ বদল নিয়ে রাজ্য নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছেন | বিজেপির ভিতরের খবর, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ১৩ বা ১৪ তারিখ করম পুজো, আদিবাসী মহল্লায় বড় উৎসব আছে | সেই আবেগকে কাজে লাগিয়ে এই কর্মসূচি পিছিয়ে দেওয়া হল | সেদিন হবে নবান্ন অভিযান | বিজেপি সূত্রে খবর, এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে | আর গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই | এই দুই ইস্যুকে সামনে রেখে নবান্ন অভিযান ঘোষণা করা হয়েছিল | এখন বিজেপির নবনিযুক্ত পর্যবেক্ষক সুনীল বনশল | তিনিও এই বদল নিয়ে কিছু বলছেন না | ধর্মতলা থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন | আগামী ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযান হবে বলে সরব হয়েছিলেন | কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বদল আনা হয়েছে কর্মসূচিতে | বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বারবার তৃণমূল কংগ্রেসকে চোরের দল বলে আক্রমণ করেছেন |তার পাল্টা বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, ‘আমি চাই দল সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক | তাঁর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি নিক | কারণ, আমাদের দলের বিরুদ্ধে যেভাবে তিনি বাজে কথা বলে যাচ্ছেন, তা কোনওভাবে মেনে নেওয়া যায় না | আমি দলের কর্মী, সমর্থকদের বলব সুকান্ত মজুমদার যেখানে যাবেন সেখানে বিক্ষোভ দেখান |’