প্রসেনজিৎ ধর, কলকাতা :- ‘দলের সঙ্গে আছি, দলের সঙ্গে ছিলাম’ শনিবার এসএসকেএম হাসপাতাল থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায় | প্রেসিডেন্সি জেলে আচমকা অসুস্থ হয়ে পড়ায় পার্থ চট্টোপাধ্যায়কে শনিবার দুপুরে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় | শনিবার বিকেলে পার্থবাবুকে প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম-এ নিয়ে আসে কারা কর্তৃপক্ষ | সূত্রে খবর, তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমছে ও ক্রিয়েটিনিন বাড়ছে | এদিন তিনি সাংবাদিকদের বলেন, ‘শরীর ভালো নেই |’
এরপর জরুরি বিভাগে পার্থবাবুর এক্স রে করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে | ঘণ্টাখানেক পরীক্ষা নিরীক্ষার পর পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম থেকে বার করা হয় | তখনই সাংবাদিকরা তাঁকে নানা প্রশ্ন করতে থাকেন | জবাবে পার্থবাবু বলেন, ‘ভালো নেই, তবে ভালো থাকার চেষ্টা করছি|’ দল তাঁর সঙ্গে নেই একথা শুনে তিনি বলেন, ‘দলের সঙ্গেই আছি, দলের সঙ্গেই ছিলাম|’নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা | এরপর তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে পার্থ চট্টোপাধ্যায়কে দলের মহাসচিব পদ-সহ সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয় | এমনকি তাঁর হাতে হাতে থাকা একাধিক মন্ত্রকের দায়িত্বও কেড়ে নেওয়া হয় | দল যে তাঁর পাশে থাকছে না তা বুঝিয়ে দিয়েছে তৃণমূল শিবির | কিন্তু দলের তরফে দূররত্ব বজায় রাখা হলেও এদিন দলের সঙ্গে রয়েছেন বলে দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায় |