প্রসেনজিৎ ধর :- আরও চারদিন সিবিআই হেফাজতে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল | এদিন আদালতে অনুব্রত মণ্ডলের প্রভাবশালী তত্ত্ব আরও একবার তুলে ধরেন সিবিআই আইনজীবীরা | অনুব্রত মণ্ডলের আইনজীবীরা তাঁর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন অনুব্রতর আইনজীবীরা | কিন্তু শেষ পর্যন্ত সিবিআই আইনজীবীরা সেই জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক |
আরও চারদিন অনুব্রতকে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক | শনিবার আদালতে পৌঁছনোর আগেই অনুব্রতর অসুস্থতার কথা উল্লেখ করে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী | তৃণমূল নেতার আইনজীবী আরও বলেন, মক্কেলের স্ত্রী ছবি মণ্ডলের মৃত্যুর পর লাইফ ইন্সিওরেন্স থেকে কিছু টাকা পাওয়া গিয়েছিল | ওই টাকাই ফিক্সড ডিপোজিট করেছিলেন | বীরভূমের কালিকাপুরের রাইস মিলের কথাও বলা হচ্ছে | সেটি অনুব্রত মণ্ডলের শ্বশুরবাড়ির উপহার | মক্কেলের স্ত্রীকে উপহার দিয়েছিলেন তাঁর বাবা | শনিবার আসানসোল সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলের আইনজীবী জানান, অনুব্রতর শরীর ভাল নয়, তাঁকে জামিন দেওয়া হোক | কেষ্ট যে শারীরিকভাবে সুস্থ নন, এদিন তার সপক্ষে বহু চিকিৎসা সংক্রান্ত নথি আদালতে পেশ করা হয় | ২০১১ সাল থেকে অনুব্রতের শারীরিক সমস্যা, পরবর্তী বিভিন্ন সময়ে তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত বহু মেডিক্যাল রিপোর্ট আদালতের সামনে পেশ করেন তাঁর আইনজীবী | এদিন বিচারকের সামনে অনুব্রত মণ্ডলও তাঁর শারীরিক অসুস্থতার কথা বলেন | আদালতে তিনি বলেন, ‘গতকালও জ্বর ছিল। কাশি আছে |’অন্যদিকে সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, অনুব্রত মণ্ডল প্রভাবশালী | পাশাপাশি সিবিআইয়ের তরফে দাবি করা হয়, গ্রেফতারির আগে একাধিকবার অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হলেও তিনি সেই তলবে হাজিরা দেননি| অনুব্রত মণ্ডল তদন্তে অসহযোগিতা করেছেন বলেই আদালতে অভিযোগ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা | পাশাপাশি এদিন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের কথাও আদালতে বলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী | সুকন্যা তদন্তে সহযোগিতা করছেন না বলে জানান সিবিআইয়ের আইনজীবী | বিচারক দুই পক্ষের সওয়াল জবাব শুনে অনুব্রত মণ্ডলকে আরও ৪ দিন অর্থাৎ ২৪ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন |