Breaking News

নব মহাকরণে বসবে আদালত,আদালতের কাজের জন্য তৈরি নতুন ভবন,২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে তা আদালতের হাতে দেওয়া হবে!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, কলকাতার নানা আদালত যেখানে স্থান সংকুলান রয়েছে, তার সম্প্রসারণের জন্য জায়গা দেবে রাজ্য সরকার | সেইমত নব মহাকরণ ভবনের একটি অংশ আদালত কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার দিনক্ষণ চূড়ান্ত করা হল | সূত্রের খবর,আগামী ২৫ তারিখ নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের একটা বড় অংশ প্রস্তুত করে তুলে দেওয়া হবে | ওইদিন থেকেই আদালতের কাজকর্ম করা যাবে, বসানো যাবে এজলাস | প্রসঙ্গত জায়গার অপ্রতুলতার কারণে কলকাতা হাইকোর্ট-সহ বেশ কয়েকটি আদালতের কাজকর্মে সমস্যা হচ্ছিল | আদালতের কাজের সুবিধার জন্য প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা দরকার ছিল | সেই কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফে আদালত কর্তৃপক্ষকে নব মহাকরণ থেকে একটি বড় অংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল | সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার আনুষ্ঠানিকভাবে রাজ্যের তরফে সেই জায়গা তুলে দেওয়া হবে আদালত কর্তৃপক্ষের হাতে | এই প্রক্রিয়ার পর আদালতের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ নব মহাকরণে নিয়ে আসা হবে| নব মহাকরণের যে অংশে আদালতের কাজ হবে ইতিমধ্যে সেই জায়গাগুলিতে উপযুক্ত পরিকাঠামো গড়ে দিয়েছে রাজ্য সরকার | আগামী ২৫ অগস্ট নব মহাকরণের ব্লক-বি-এর নবম তলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অনুষ্ঠানের মাধ্যমে এই স্থানান্তরণের কাজ সম্পন্ন হবে | ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকতে পারেন কলকাতা হাইকোর্টের কয়েকজন বিচারপতিও |২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের ক্ষমতায় আসার পরও বেশ কয়েকটি দফতরের কাজ হচ্ছিল এখান থেকে | এরপর মহাকরণের বদলে কলকাতা-হাওড়ার গুরুত্বপূ্র্ণ সংযোগস্থল, দ্বিতীয় হুগলি সেতু লাগোয়া এলাকায় তৈরি হওয়া ‘নবান্ন’ মূল প্রশাসনিক ভবন হিসেবে পরিচিত হয় | মুখ্যমন্ত্রীর দফতর-সহ সমস্ত গুরুত্বপূর্ণ দফতরের অফিসে এখানেই| ফলে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের অনেকটা জায়গা ফাঁকা | আর তাকেই আদালতের কাজে লাগাতে চান মুখ্যমন্ত্রী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *