দেবরীনা মণ্ডল সাহা :- বাড়ির পোষ্য টিয়া হারিয়ে যাওয়ায় পুলিশের দ্বারস্থ বালির সরকার দম্পতি |শেষ পর্যন্ত অবশ্য কঠিন এই সমস্যার সুরাহা করে ফেলল বালি থানার পুলিশ |ফলে ঘরে ফিরেছে ঘরের টিয়া৷ আফ্রিকান এই গ্রে প্যারটটির আদরের নাম রিও, যার দাম লক্ষাধিক টাকা |
বাড়ির পোষ্যকে হারিয়ে সোজা থানায় পরিবার | হারিয়ে গিয়েছে পোষ্য টিয়া,আবার যথেষ্ট দামি| নিখোঁজ টিয়াকে খুঁজে দেওয়ার ভার পেয়ে যেমন অবাক হয়েছিলেন,তেমন চিন্তাতেও পড়েছিলেন বালি থানার পুলিশকর্মীরা| কারণ আকাশে উড়ে যাওয়া পাখিকে খুঁজে আনা তো যে সে কথা নয় |আশেপাশে খুঁজে না পেয়ে শেষে বালি থানার দ্বারস্থ হন সরকার দম্পতি |
বালির বাসিন্দা তপন সরকার এবং তাঁর স্ত্রী স্বপ্না সরকার এ মাসের ৭ তারিখ বালি থানার দ্বারস্থ হন | অভিযোগ ছিল, বাড়ির প্রিয় পোষ্য রিও নামের গ্রে প্যারটটি নিখোঁজ হয়ে গিয়েছে | প্রথমে অভিযোগ নিতে গিয়েই চিন্তাতে পরে গিয়াছিলেন থানার পুলিশকর্মীরা | আকাশে উড়ে যাওয়া পাখিকে তাঁরা কোথায় খুঁজবেন!এদিকে তপন বাবু এবং তাঁর স্ত্রীও নাছোড়বান্দা,পাখির দামও লক্ষাধিক টাকা | শেষ পর্যন্ত তাঁদের সহায় হন বালি থানার বড়বাবু সঞ্জয় কুণ্ড |
অভিযোগ পেয়ে অবশ্য বসে থাকেনি পুলিশ | সোর্স কাজে লাগিয়ে এবং বেশ কয়েকজন পাখি ব্যবসায়ীর সঙ্গেও কথা বলে পুলিশ | জানা যায় সরকার দম্পতির বাড়ি থেকে উড়ে গেলেও খুব বেশি দূরে উড়ে যেতে পারেনি পাখিটি | বরং বেশ কয়েক বার হাত বদল হয়ে বর্ধমানের একটি পরিবারের কাছে পৌঁছেছে সেটি | বর্ধমান পুলিশের সাহায্য নিয়ে প্রথমে সেই বাড়ি খুঁজে পায় বালি থানার পুলিশ | পরবর্তীকালে, ওই পরিবারের কাছে পুলিশ আবেদন করে রিও-কে ফিরিয়ে দেওয়ার জন্য | পুলিশের আবেদনে অবশেষে সেই পরিবার রিও কে সরকার দম্পতির কাছে | রিওকে ফিরে পেয়ে যেমন খুশি বালির সরকার পরিবার, ঠিক ততটাই খুশি পুলিশকর্মীরা |