Breaking News

দুর্ঘটনার আশঙ্কা!মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপের নির্মাণ বন্ধের অনুরোধ পুরসভার,পুরসভার নোটিশে অনিশ্চয়তার মেঘ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভূগর্ভস্থ জলাধারের ওপরে নির্মাণ করা হচ্ছিল দুর্গা পুজোর মণ্ডপ | আশঙ্কা, ভার সইতে না পেরে যে কোনও সময় ভেঙে পড়তে পারে ওই মণ্ডপ | বড়সড় দুর্ঘটনা এড়াতে তাই মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপের নির্মাণ কাজ বন্ধ রাখতে অনুরোধ করল কলকাতা পুরসভা | মহম্মদ আলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির‌ মণ্ডপসজ্জার কাজ স্থগিত রাখতে কলকাতা পুরসভা নির্দেশ দিয়েছে | কারণ দীর্ঘ কয়েক দশক ধরে মহম্মদ আলি পার্কে যেখানে পুজো হতো, তার নীচে রয়েছে ভূ–গর্ভস্থ জলাধার | ২০১৯ সালে এই জলাধার সংস্কার হয় তখন সেখান থেকে সরে গিয়ে সংলগ্ন জায়গা, দমকল কেন্দ্রে পুজো হয়েছিল| ২০২০ সালেও সেখানে পুজো হয় | ২০২১ সালে কোভিড আবহে মূল জায়গা থেকে খানিকটা সরে এসে পুজো করা হয়েছিল| চলতি বছরে মূল জায়গাতেই মণ্ডপ বাঁধা হয়েছে | কিন্তু পুজোর কাজ বন্ধ করতে কলকাতা পুরসভা নোটিশ দিয়েছে | তাই এখন অনিশ্চয়তার কালো মেঘ দেখা দিয়েছে | কলকাতা পুরসভার পক্ষ থেকে জল সরবরাহের ডিজির দেওয়া নোটিশে বলা হয়েছে, অনুমতি ছাড়া ওই জলাধারের উপরে মণ্ডপ তৈরি হচ্ছে | গত ১১ অগস্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গিয়ে পুজোমণ্ডপের কাজ বন্ধের অনুরোধ করেছিলেন | মহম্মদ আলি পার্কে যে জলাধার রয়েছে, সেটি অনেক পুরনো| তার উপর দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হলে চাপে দুর্ঘটনা ঘটতে পারে | তাই এই পুজোমণ্ডপ অবিলম্বে সরাতে নির্দেশ দেওয়া হয়েছে | মণ্ডপ তৈরির কাজ অনেকখানি এগিয়ে যাওয়ার পরও কাজ বন্ধের নির্দেশ পাওয়ায় যথেষ্ট চিন্তিত উদ্যোক্তারা | কারণ মণ্ডপের জায়গা বদল হলে সবকিছু শূন্য থেকে শুরু করতে হবে | এ নিয়ে সোমবার বিকেলে একটি বৈঠক হওয়ার কথা পুজো কমিটির | পূজোর ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে | আদৌ তারা পুজো করতে পারবে কি না, এই নিয়েও সন্দিহান কমিটি |মহম্মদ আলি পার্কের পুজো কমিটির এক সদস্য জানান, দেড় মাস আগে খুঁটিপুজো হয়েছে | সে সময় স্থানীয় কাউন্সিলর ছিলেন | পুরসভাকে জানিয়েই মণ্ডপের কাজ শুরু করেছিলাম | কিন্তু এখন জলাধারের জন্য পুজোর কাজ স্থগিত রাখতে বলা হয়েছে, বিপদে পড়ে গেলাম আমরা | এই পরিস্থিতি থেকে কীভাবে সুরাহা মিলবে তকার পথ বের করতে শীঘ্রই বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *