প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই | বুধবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশের কলকাতার বাঁশদ্রোণী এলাকার তাঁর ফ্ল্যাটেও হানা দেয় সিবিআইয়ের একটি দল | সিল করে দেওয়া হয়েছে ওই ফ্ল্যাট | পাশাপাশি এদিন তাঁর কোয়ার্টার ও দফতরে তল্লাশি চালান গোয়েন্দারা | বুধবার দুপুরে সিবিআইয়ের ১২ জনের একটি দল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে | বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতরে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন | পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার দিলীপ রায় এবং ডেপুটি রেজিস্ট্রার স্বপন রক্ষিতকেও তলব করা হয় | বুধবার সকাল দশটা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারীরা শিলিগুড়িতে এসে পৌঁছয় | দু’টি দলে ভাগ হয়ে দু’জায়গায় তল্লাশি অভিযানে যান গোয়েন্দারা | একটি দল উপাচার্যের দফতরে যায়, আরেকতি দল তাঁর বাসভবনে যায় | এদিন তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি সুবীরেশ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা | তাঁকে জিজ্ঞাসাবাদ করার সময় এদিন দফতরের বাইরে থাকা সমস্ত কর্মীরা ছিলেন তাদের মোবাইল জমা নিয়ে নেয় সিবিআই আধিকারিকরা | যাতে বাইরে যোগাযোগ করতে না পারেন তাঁরা সেই কারণে এই পদক্ষেপ তদন্তকারীদের | অন্যদিকে এদিন দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে সুবীরেশের বাড়িতে হানা দেন তদন্তকারীরা | আলমারিতে তালা দেওয়া হয়, সিল করে দেওয়া হয়েছে তাঁর ফ্ল্যাট| উল্লেখ্য, এসএসসি মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি আর কে বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে সুবীরেশের নাম রয়েছে | এ নিয়ে আগেও তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই | এসএসসির গ্রুপ-ডি, গ্রুপ-সি এবং শিক্ষক নিয়োগের মামলায় ভুয়ো নিয়োগের অভিযোগের প্রেক্ষিতে বাগ কমিটি যে রিপোর্ট জমা দিয়েছিল, তাতে বলা হয়, ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে | চাকরিপ্রাপ্তদের মধ্যে ২২২ জন পরীক্ষাই দেননি বলে অভিযোগ উঠেছে | নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর ভূমিকা খতিয়ে দেখতে এই তল্লাশি বলে সূত্রের খবর |