প্রসেনজিৎ ধর :- আসানসোল বিশেষ সিবিআই আদালতে আবারও খারিজ অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন | আবার জেল হেফাজতে অনুব্রত মণ্ডল| আপাতত ১৪ দিন আসানসোল বিশেষ সংশোধনাগারেই থাকতে হবে তাঁকে | আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত | বুধবার অনুব্রত মণ্ডলকে আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকরা | এদিন আদালতে অনুব্রত মণ্ডলের আইনজীবী জামিনের আবেদন জানান | শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আরও একবার যেকোনও শর্তে তাঁর জামিনের আবেদন জানান আইনজীবী | বিচারককে তিনি বলেন, “অনুব্রত মণ্ডল শারীরিকভাবে অসুস্থ | তাঁকে বাড়িতে রেখে চিকিৎসা করানোর সুযোগ দেওয়া হোক | অনুব্রতর যেকোনও মুহূর্তে অক্সিজেন প্রয়োজন হতে পারে | জামিন পাওয়ার পর প্রয়োজনে তিনি বীরভূমে যাবেন না | নিজাম প্যালেসের আশেপাশে কোনও বাড়িতে থাকবেন |” বিচারক রাজেশ চক্রবর্তী বলে ওঠেন, “আবার বাড়ি?” এজলাসে ওঠে হাসির রোল| এরপর বিচারক তৃণমূল নেতাকে ইনহেলার দেওয়ার নির্দেশ দেন | এরপর বিচারকের সঙ্গে কথা বলার অনুমতি চান অনুব্রত | হাতজোড় করে তিনি বলেন, “হুমকি চিঠি কে দিল, তার সিবিআই তদন্ত হোক |” বিচারক বলেন, “এই মামলার সঙ্গে হুমকির কোনও সম্পর্ক নেই | তাই কেউ এ বিষয়ে কথা বলবেন না |” তবে প্রভাবশালী তত্ত্বে আরও একবার সিবিআইয়ের আইনজীবী অনুব্রতর জামিনের আবেদনের বিরোধিতা করেন | তাঁর ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানায় সিবিআই | জেলে গিয়ে জেরা করার অনুমতি চায় সিবিআই | কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন, “গরু পাচার মামলার তদন্তে অনেকের বয়ান রেকর্ড করা হয়েছে | অনুব্রতর নাম বারবার উঠে এসেছে | তাঁকে ছেড়ে দিলে তদন্ত প্রভাবিত হতে পারে|” বিচারক জামিনের আবেদন খারিজ করে দেন | বিশেষ সিবিআই আদালত নির্দেশ দেয় আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতে থাকতে হবে |