Breaking News

এবার থেকে প্রতি বছর হবে টেট ,দায়িত্ব নিয়েই আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতি গৌতম পাল!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সদ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব পেয়েছেন গৌতম পাল | মঙ্গলবার তাঁকে এই পদে নিয়োগ করেছে রাজ্য সরকার | দায়িত্ব পাওয়ার পরদিন বুধবার সাংবাদিক বৈঠক করে নয়া সভাপতি জানান, প্রতি বছর হবে টেট পরীক্ষা হবে | বুধবার সাংবাদিক সম্মেলন করে গৌতমবাবু জানান, “এবার থেকে প্রতি বছর নির্দিষ্ট সময় টেট হবে | নিয়োগে কোনও অস্বচ্ছতা থাকবে না | আমাদের নীতি হবে ‘জিরো গ্রিভান্স’|”গৌতমবাবু আরও জানিয়েছেন, কোনও চাকরিপ্রার্থীর মনে কোনওরকম সংশয়, প্রশ্ন থাকলে তা তিনি দূর করবেন | প্রয়োজনে তাঁদের সঙ্গে কথা বলবেন পর্ষদের সভাপতি | নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করায় জোর দেন তিনি | তবে নিয়োগ দুর্নীতি নিয়ে কোনও প্রশ্নের জবাব দেননি গৌতমবাবু | সাফ জানিয়ে দিলেন, অনেক বিষয় এখন আদালতের বিচারাধীন | তাই তিনি কোনও মন্তব্য করবে না | প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে অপসারিত হন মানিক ভট্টাচার্য | বদলে দায়িত্ব পান কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল | গৌতম পালের নেতৃত্ব তৈরি হয়েছে ১১ সদস্যের অ্যাড হক কমিটি। দায়িত্ব নিয়েই স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতি দিলেন সভাপতি | নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচাৰ্যর নাম জড়ানোয় তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট | তাঁর বাড়িতে তল্লাশিও চালান তদন্তকারীরা | নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা চলাকালীন মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে বরখাস্ত করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় | এরপর আদালতের নির্দেশে অন্তর্বর্তী সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন রত্না চক্রবর্তী বাগচী | এরপর রাজ্যের তরফে আনুষ্ঠানিকভাবে মানিককে সরিয়ে দেওয়া হয় মঙ্গলবার |তাঁর জায়গায় আনা হয় গৌতম পালকে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *