Breaking News

শিশুকন্যার শরীরে একাধিক সূচ ফুটিয়ে হত্যা!শিশু হত্যাকারীদের মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন কারাদণ্ড হাইকোর্টের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সূচ ফুটিয়ে শিশু কন্যাকে হত্যার ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ড খারিজ করল কলকাতা হাইকোর্ট| তার পরিবর্তে দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে রাজ্যের উচ্চ আদালত | সেই সঙ্গে আদালতের আরও নির্দেশ, দোষীরা ৩০ বছর পর্যন্ত জামিনের আবেদন করতে পারবেন না, অর্থাৎ জেলে থাকার সময়সীমা ৩০ বছর অতিক্রান্ত হওয়ার পরেই দোষীরা জামিনের জন্য আবেদন জানাতে পারবেন |২০১৭ সালের জুলাই মাসেব পুরুলিয়ার এক শিশুকন্যার দেহের একাধিক জায়গায় সূচ ফুটিয়ে তাকে হত্যা করার অভিযোগ ওঠে তার মা ও মায়ের প্রেমিকের বিরুদ্ধে| মঙ্গলা গোস্বামী ও তার প্রেমিক সনাতন পরিকল্পনা করে শিশুটিকে খুন করে বলে পুলিশের তদন্তে উঠে আসে | পুলিশের পেশ করা চার্জশিটের ভিত্তিতে এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে পুরুলিয়া জেলা আদালত দোষীদের মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় | শিশুটির শরীরের বিভিন্ন অঙ্গে সাতটি সুচ ফুটিতিয়ে দেওয়া হয়েছিল| তার পাঁজরে, তলপেটে ও যৌনাঙ্গে সুচ ফোটানো হয়েছিল | যার জেরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ন’দিনের মধ্যেই তার মৃত্যু হয় | এই ঘটনায় সমাজের সর্বত্র তোলপাড় পড়ে গিয়েছিল|উদ্বেগ প্রকাশ করেছিলেন অনেকে | পুরুলিয়া জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মঙ্গলা গোস্বামী ও তার প্রেমিক সনাতন গোস্বামী | বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি বিভাসরঞ্জন দে-র ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে | এদিন বিচারপতিরা দোষী মঙ্গলা এবং সনাতনের ফাঁসির সাজা রদ করে যাবজ্জীবন কারাদণ্ড দেন| তবে সেই সঙ্গে আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, দোষীরা জেল থেকে মুক্তি পাওয়ার জন্য আগামী ৩০ বছর পর্যন্ত জামিনের আবেদন করতে পারবেন না |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *