Breaking News

বাড়িতে ঝুলছে তালা!বন্ধ ফোন, বেপাত্তা মানিক ভট্টাচাৰ্য,এবার কি অপসারিত পর্ষদ সভাপতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের পদে ইডি?

প্রসেনজিৎ ধর :- নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের খোঁজ পেতে আইনের দ্বারস্থ হতে চলেছে ইডি | সম্ভবত তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করতে পারে ইডি।ইডি সূত্রের খবর, তন্ন তন্ন করে খুঁজেও মানিকবাবুকে পাওয়া যাচ্ছে না | যোগাযোগ করা যাচ্ছে না ফোনেও | প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে প্রাক্তন সভাপতির | সেই তদন্তের স্বার্থে তাঁকে একাধিকবার তলব করেছে ইডি | অভিযোগ, মাত্র একবার হাজিরা দিয়েছেন তিনি | বারবার হাজিরা এড়িয়েছেন মাণিক | যাদবপুরের বাড়ি, ফ্ল্যাটে দেখা মেলেনি তাঁর | এমনকী, নদিয়ার পলাশি পাড়ার পৈতৃক বাড়িতেও নেই তিনি | গত একমাস ধরে তালা ঝুলছে সেই বাড়িতে | অভিযোগ, মানিক ভট্টাচার্য যে মোবাইল নম্বর দিয়েছিলেন তাতেও যোগাযোগ করা যাচ্ছে না | এরপরই তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তা ঠিক করতেই আইনজীবীদের সঙ্গে বৈঠকে ইডি কর্তারা | সূত্রের খবর, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করতে পারে ইডি | নদিয়ার পলাশি পাড়ার পৈতৃক বাড়িতেও তাকে খুঁজে পাননি ই ডি আধিকারিকেরা | গত প্রায় এক মাস ধরে এই বাড়িতে তালা ঝুলছে | তিনি মোবাইল সুইচড অফ করে রেখে দিয়েছেন | এরপর পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আইনজীবীদের সাথে পরামর্শ করতে গেলেন ইডি আধিকারিকেরা | সূত্রের খবর, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হতে পারে |
উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা হয় কলকাতা হাইকোর্টে | বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানিক ভট্টাচার্য সহ তার স্ত্রী ছেলে-মেয়ে ও অন্যান্য আত্মীয় স্বজনদের সম্পত্তির হিসাব জমা দিতে বলেন | এরপর থেকেই তদন্তে অসহযোগিতা করছেন মানিক ভট্টাচার্য | লুক আউট নোটিশ জারি করা হলে মানিক ভট্টাচার্যের এইভাবে পলায়ন কত দিন সম্ভব হয় এখন সেটাই দেখার |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *