Breaking News

কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতি,কাঠগড়ায় মন্ত্রী অরূপ রায়,জনস্বার্থ মামলা হাইকোর্টে, সম্পূর্ণ মিথ্যে বলে দাবি মন্ত্রীর!

প্রসেনজিৎ ধর :- এবার নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল তৃণমূল নেতা অরূপ রায়ের | সমবায় ব্যাঙ্ক-এ নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে | সমবায়মন্ত্রীর ঘনিষ্ট ব্যক্তির বোনের সমবায়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে | শূন্য পদের থেকে দ্বিগুণ লোক নিয়োগ করা হয়েছে বলে সূত্রের খবর | একাধিক ব্যক্তির ঘনিষ্ঠদের চাকরি পাওয়ার অভিযোগ| এরপরেই হাইকোর্টের মামলায় অরূপ রায়ের নাম উঠল | আর মামলার অতিরিক্ত হলফনামায় জমা পড়ল এমনই তথ্য | তমলুক – ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক-এ তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ | এ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা | যদিও অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রী অরূপ রায় | তাঁর কথায়, “অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন |”মামলাকারীদের আরও অভিযোগ, ৫২টি পদে ১৩৪ জনকে চাকরি দেওয়া হয়েছে| মেধাতালিকায় নাম নেই এমন লোকেদের চাকরি দেওয়া হয়েছে | নিয়ম ভেঙে দু’বার নিয়োগের অনুমতি দিয়েছেন মন্ত্রী | নিয়োগের ক্ষেত্রে কোনও নিয়ম মানা হয়নি | আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে | তৃণমূল নেতাদের ঘনিষ্টদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ | আদালতে জমা দেওয়া অতিরিক্ত হলফনামায় বিস্ফোরক অভিযোগ মামলাকারীদের | অভিযোগের তালিকাটা বেশ লম্বা | অরূপ রায় ঘনিষ্ট সত্য সামন্তের বোন চাকরি পেয়েছেন বলে অভিযোগ | এমনকী পূর্ব – মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াত দেবব্রত দাসের ভাইপো চাকরি পেয়েছেন বলে অভিযোগ | সেই ব্যাঙ্কের চেয়ারম্যান গোপাল চন্দ্র মাইতির ভাইপোকে  চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ | ব্যাঙ্কের তৎকালীন ভারপ্রাপ্ত সিইও ( বর্তমানে অবসরপ্রাপ্ত) প্রণয় কুমার চক্রবর্তীর ভাইপোও  ]চাকরি পেয়েছেন বলে দাবি | ব্যাঙ্কের সচিব কৌশিক কুলভির ভাইপো চাকরি পেয়েছেন বলে অভিযোগ | ব্যাঙ্কের অন্যতম অধিকর্তা নিমাই অধিকারীর মেয়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ | ব্যাঙ্কের অন্যতম অধিকর্তা তপন কুমার কুলিয়ার ছেলে চাকরি পেয়েছেন বলে অভিযোগ | যদিও এই অভিযোগ সম্পূর্ণভিত্তিহীন বলে দাবি করেছেন মন্ত্রী | তাঁর কথায়, “সংশ্লিষ্ট দফতরকে মামলার পার্টি করা হলে আদালতে আমাদের প্রতিক্রিয়া জানাব | তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন | সম্পূর্ণ নিয়ম মেনে নিয়োগ হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে |” তবে দুর্নীতির সঙ্গে রাজ্যের আরও এক মন্ত্রীর নাম জড়ানোয় রাজ্যের শাসকদলকে একহাত নিয়েছে বিরোধীরা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *