Breaking News

অস্ত্রোপচারের প্রয়োজন নেই, তবু এসএসকেএমে রেফার করে দিন, আসানসোলে আবদার অনুব্রত মণ্ডলের!

দেবরীনা মণ্ডল সাহা :- বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ অনুব্রত মণ্ডলকে নিয়ে আসা হয় আসানসোল জেলা হাসপাতালে | মূলত স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে আসা হয় তাকে | এদিকে সূত্রের খবর, আসানসোল হাসপাতালের নিদান শুনে একেবারে মনে ধরেনি অনুব্রতর | বিশেষ সূত্রে খবর, এসএসকেএমে পাঠানোর জন্য তিনি চিকিৎসকদের কাছে অনুরোধও করেছিলেন | কিন্তু সেসব ধোপে টেকেনি | শেষ পর্যন্ত তাকে আসানসোল জেল হাসপাতালেই পাঠানো হয় | এসএসকেএমে যাওয়া আর হল না কেষ্ট মণ্ডলের | এদিন সকাল সোয়া ১১টা নাগাদ আসানসোল সংশোধনাগার থেকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় অনুব্রত মণ্ডলকে | প্রায় এক ঘণ্টা আসানসোলের জেলা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে তাঁর চিকিৎসা হয়,তাঁর ইসিজি করা হয় | তারপর এক্স-রে করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলেও যদিও পরে চিকিৎসকরা জানান যে এক্স-রে করার কোনও প্রয়োজন | একইসঙ্গে তাঁর ফিসচুলাও পরীক্ষা করে দেখা হয়|সব পরীক্ষা-নিরীক্ষার পর আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস বলেন, অনুব্রত মণ্ডলের এখনই জরুরি ভিত্তিতে কোনও অস্ত্রোপচারের প্রয়োজন নেই |পাশাপাশি, কোনও বড় হাসপাতালে এখনই চিকিৎসারও তাঁর কোনও প্রয়োজন নেই | যা চিকিৎসা চলছে, আপাতত সেটাই চলবে| স্বাস্থ্যপরীক্ষার পর ফের অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় | আসানসোল সংশোধনাগারের ভিতর হাসপাতালে যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে, সেখানেই তিনি থাকবেন বলে জেল সূত্রে জানা গেছে| এদিন হাসপাতাল থেকে বেরনোর সময় সেখানে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ থেকে রোগীর আত্মীয়রা গোরু চোর, গরু চোর বলে স্লোগান দিতে থাকেন| এই ঘটনায় বেশ কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা তৈরি হয় আসানসোল জেলা হাসপাতাল চত্বরে| পাশাপাশি, সূত্রে খবর, এদিন আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকদের কাছে অনুব্রত মণ্ডল নাকি বার বার তাঁকে এসএসকেএম হাসপাতালে রেফার করে দেওয়ার জন্য অনুরোধ  করেন | যদিও তাঁর সেই অনুরোধ অবশ্য মঞ্জুর হয়নি|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *