দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- কেন্দ্রীয় নেতৃত্বের সতর্কবাণীর পর সিবিআই নিয়ে সুর নরম করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ । শুক্রবার সকালে হাঁটতে বেরিয়ে তিনি বলেন, সিবিআই একমাত্র ভরসা ।এদিন দিলীপবাবু বলেন, ‘সিবিআই একমাত্র ভরসা, এতে প্রশ্ন কী আছে? ভরসা যখন টেকে না তখন প্রশ্ন ওঠে। কোর্টও সিবিআইয়ের ওপর ভরসা রেখেছে। আমরা আশা করব যেভাবে তদন্ত এগোচ্ছে তাতে যে দুর্নীতির জন্য আমরা চিন্তিত তার তো কিছু সমাধান হবে’। সঙ্গে তিনি বলেন, ‘ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের খুন, ধর্ষণের যে মামলা হয়েছিল তার এখনও সমাধান হয়নি’।শুক্রবার অনুব্রত মণ্ডল সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি প্রসঙ্গে তদন্তের কথা বলা প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়, ”তাহলে কি আপনার ভরসা এল সিবিআইতে?” তাতে দিলীপ ঘোষের জবাব, ”এছাড়া আর উপায় কী? আমাদের পোস্ট পোল ভায়োলেন্সের পর সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। যে দুর্নীতি নিয়ে চিন্তিত ছিলাম, তার তদন্ত হচ্ছে, এটাই বড় কথা।”এর আগে পরপর ২ দিন সিবিআই তদন্তের উপর অনাস্থা প্রকাশ করেছিলেন দিলীপ ঘোষ। তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, সিবিআইতে ভরসা নেই, ইডি তার চেয়ে অনেক ভরসাযোগ্য। তাঁর অভিযোগ ছিল, সিবিআইকে বাংলায় ‘সেটিং’ করা হয়েছে। তা বুঝেই যথাযথ তদন্তের জন্য ইডিকে পাঠানো হয়েছে। এরপরই দিল্লি থেকে তাঁর এহেন মন্তব্যের জন্য রিপোর্ট চাওয়া হয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁকে সতর্ক করেন। তাতেই সম্ভবত সিবিআইয়ের প্রতি নিজের আস্থা ফেরার কথা বললেন দিলীপ ঘোষ,এমনটাই মত রাজনৈতিক মহলের ।