প্রসেনজিৎ ধর, কলকাতা :- তিনি নিখোঁজ হয়েছেন বলে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার লুক আউট নোটিস জারি করেছে। তাঁর খোঁজে তদন্তকারী সংস্থা থেকে সংবাদমাধ্যম সবাই তৎপরতা শুরু করে। অবশেষে সন্ধান মিলল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। বর্তমানে মানিক ভট্টাচার্য রয়েছেন দক্ষিণ কলকাতার যাদবপুরে। শুক্রবার এক সংবাদমাধ্যমকে বিধায়ক মানিক ভট্টাচার্য জানান, তিনি যাদবপুরে নিজের বাড়িতে রয়েছেন। একইসঙ্গে এদিন তিনি আরও জানান, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার কথাও।মানিক ভট্টাচাৰ্যর এই নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। তার মধ্যেই লুকআউট নোটিশ জারি করে সিবিআই। প্রত্যাহার করা হয় তাঁর নিরাপত্তা। তখন তিনি সংবাদমাধ্যমের সামনে এসে বলেন, ‘আমি কলকাতাতেই আছি। আমি যাদবপুরে নিজের বাড়িতেই রয়েছি। তদন্তে সহযোগিতা করছি। এর চেয়ে বেশি কিছু বলতে পাব না। কারণ, বিষয়টি আদালতে বিচারাধীন। আমার কাছে যখন যা নির্দেশ এসেছে তা পালন করেছি। প্রত্যেকটি বিষয়ে আমি পুঙ্খানুপুঙ্খ পালন করেছি। কোনও অথরিটি আমার বিরুদ্ধে কোনও অর্ডার করেননি। আমার সঙ্গে যে কেউ যোগাযোগ করতে পারেন।’এদিন মানিকবাবু জানিয়েছেন, বিচারাধীন বিষয় নিয়ে তিনি মন্তব্য করবেন না। তবে পলাশিপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক জানিয়ে দেন, তিনি তদন্তে সহযোগিতা করেছেন। আর সংবাদমাধমে তিনি বলেন, ‘আমাকে যে সংস্থা যখনই ডেকে পাঠিয়েছে আমি গিয়েছি। তদন্তে সহযোগিতা করেছি। ভবিষ্যতেও করব।’কেন তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না?এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতের বাইরে বিশেষ কিছু জানায়নি। মানিক ভট্টাচার্যকে সংবাদমাধ্যম এই প্রশ্ন করলে তিনি বলেন, ‘জানি না কেন খুঁজে পাওয়া যায়নি আমাকে। এটা আমি বলতে পারব না। আমার সঙ্গে যে কেউ যোগাযোগ করতে পারেন।’অন্যদিকে শুক্রবার রাজ্য পুলিশের তরফে বিধায়ক মানিক ভট্টাচার্যের নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিধায়ক হিসাবে তিনি যে নিরাপত্তা পেতেন তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় রাজ্য পুলিশ। শুক্রবার সকালেই রাজ্য পুলিশের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
Hindustan TV Bangla Bengali News Portal