Breaking News

রাস্তা থেকে রেল! ভোট আবহে বাজেটের কল্যাণে রাজ্যের ভাগ্যে জুটল একাধিক সুবিধা

সৃজিতা মুখার্জী :- দেখতে ফের এসে গেল চলতি বছরের বাজেট, বাজেটের শুরুতেই এদিন জানানো হয় পশ্চিমবঙ্গে রাস্তা সংস্কারে নজর দেবে কেন্দ্র। ৬৭৫ কিমি রাস্তা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে। শুধু রাস্তা নয়, কেন্দ্রীয় বাজেটে রেলেও বাংলার জন্য থাকছে বরাদ্দ। বাংলায় রাস্তা তৈরিতে বরাদ্দ করা হচ্ছে ২৫ হাজার কোটি টাকা। একইসঙ্গে সংস্কার করা হবে কলকাতা-শিলিগুড়ি রাস্তাও। লোকসভায় বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন জানান পশ্চিমবঙ্গে রাস্তা সংস্কার এবং রেল সংস্কারে নজর দিচ্ছে কেন্দ্র। রাস্তা তৈরি হওয়ার পাশাপাশি রেলের কোচ আধুনিকীকরণ এবং ১০০ শতাংশ বৈদ্যুতিকরণ করা হবে। এমনকি রাজ্যের কথা ভেবেই গোমড় থেকে ডানকুনি পর্যন্ত তৈরি করা হবে ২৭৪ কিমি রেলের ট্র্যাক। আসন্ন নির্বাচনের আগে বাংলায় আসার জন্য কোনও পথই বাদ দিচ্ছে না বিজেপি। তাই বাজেট পেশেও হলনা তেমন কাটছাঁট। ভোটের আগে বাংলার হাল ফেরাতে যা যা করা হচ্ছে তা থেকে একটা কথা স্পষ্ট, যে নিজের অস্তিত্ব বজায় রাখতে এখন মরিয়া গেরুয়া শিবির।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *