Breaking News

শুভেন্দুর আর্জি খারিজ,কুণালের করা মানহানির মামলায় সশরীরে হাজিরা দিতে হবে শুভেন্দুকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আদালতে ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আবেদন নাকচ করে দিলেন বিচারক। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের করা একটি মানহানি মামলায় তাঁকে আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর শুভেন্দুর হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত।কুণাল ঘোষকে ‘বাবার ত্যাজ্যপুত্র’ বলেছিলেন শুভেন্দু। বিজেপি নেতার সেই মন্তব্যের প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছিলেন কুণাল। মামলাটির শুনানি চলছিল ব্যাঙ্কশাল আদালতে। সেখানে শুভেন্দু আইনজীবীদের একটি বড় টিম এনে লড়েন। তাঁরাই আদালতে আর্জি করেছিলেন, শুভেন্দুকে এই মামলায় সশরীরে হাজিরা দেওয়া থেকে ছাড় দিতে। এ নিয়ে দীর্ঘ শুনানির নির্দেশ স্থগিত রেখেছিল আদালত। বুধবার ব্যাঙ্কশাল আদালতের বিচারক নির্দেশ দিলেন।শুভেন্দুর পক্ষে আদালতে আইনজীবীদের যুক্তি ছিল, ‘‘যে হেতু ওঁর বাড়ি কাঁথি এবং তা কলকাতা থেকে বহু দূর, তাই সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে ওকে ব্যক্তিগত হাজিরা থেকে ছাড় দেওয়া হোক।’’ এই যুক্তির পাল্টা যুক্তি দেখিয়ে কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন, ‘‘ওঁর পিটিশনে লেখা উনি বিরোধী দলনেতা, বিধানসভায় বসেন, রাজনীতির জন্য সারা বাংলা ঘোরেন। তা হলে বিরোধী দলনেতার অফিস তো আদালত থেকে তিনশো মিটার দূরে। ওখানে এলে কোর্টে আসবেন না কেন? কোর্টকে গুরুত্ব না দেওয়ার এই প্রবণতা ঠিক নয়।’’ উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত শুভেন্দু অধিকারীকে আগামী ২২ সেপ্টেম্বর সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *