প্রসেনজিৎ ধর, কলকাতা :- হাতে গোনা কটা দিন পার করলেই শুরু হবে দূর্গাপুজো। তার আগে বড়সড় ঘোষণা করল পূর্ব রেল। দু’টি পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের তরফে। শিয়ালদহ থেকে একটি ট্রেনের ঘোষণা করা হয়েছে। আবার হাওড়া থেকেও দেওয়া হয়েছে একটি পুজো স্পেশাল ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, পুজোর মরশুমে ব্যাপক ভিড় ঠেকাতেই এই স্পেশাল ট্রেনের ঘোষণা করা করা হয়েছে।পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিশেষ ট্রেন চালানোর কথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই জোড়া পুজো স্পেশাল ট্রেনের মধ্যে এক জোড়া ট্রেন শিয়ালদা-গোরক্ষপুর-শিয়ালদহের মধ্যে চলবে। অপর এক জোড়া ট্রেন চলবে হাওড়া-রক্সৌল-হাওড়ার মধ্যে। পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী দুই জোড়া পুজো স্পেশাল ট্রেন কখন ছাড়বে, কোন স্টেশন থেকে কোন ট্রেন ছাড়বে সেই বিষয়ে বিস্তারিত সূচি দেখে নিন—
০৩১৩১/০৩১৩২ গোরক্ষপুর-শিয়ালদহ পুজো স্পেশাল ট্রেন
০৩১৩১- শিয়ালদহ-গোরক্ষপুর পুজো স্পেশাল ট্রেনটির পরিষেবা আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে। চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। প্রতি রবিবার রাত ১১ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। যা পরদিন বিকেল ৫ টায় গোরক্ষপুরে পৌঁছাবে।
০৩১৩২- গোরক্ষপুর-শিয়ালদহ পুজো স্পেশাল ট্রেনটির পরিষেবা ৩ অক্টোবর থেকে শুরু হবে। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতি সোমবার সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে গোরক্ষপুর থেকে ছাড়বে স্পেশাল ট্রেন। পরদিন দুপুর ১ টা ৩০ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।
০৩০৪৩/০৩০৪৪ হাওড়া-রক্সৌল-হাওড়া পুজো স্পেশাল ট্রেন
০৩০৪৩- হাওড়া-রক্সৌল পুজো স্পেশাল ট্রেনটির পরিষেবা ১ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। প্রতি সপ্তাহে শনিবার রাত ১০ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। পরদিন দুপুর ২ টো ১৫ মিনিটে রক্সৌলে পৌঁছাবে।
০৩০৪৪- রক্সৌল-হাওড়া পুজো স্পেশাল ট্রেনটির পরিষেবা ২ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। প্রতি রবিবার দুপুর ৩ টে ৪৫ মিনিটে রক্সৌল থেকে ছাড়বে। পরদিন সকাল ৭ টা ৩০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে।
উভয় ট্রেন পূর্ব রেলের আওতাভুক্ত নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জসিডি স্টেশনে দাঁড়াবে। পূর্ব রেলের তরফে আপাতত এই ট্রেনগুলির নম্বর, গন্তব্য ও সময় জানানো হয়েছে। পাশাপাশি যাত্রাপথে ট্রেন কোন কোন স্টেশনে দাঁড়াবে তাও জানানো হয়েছে। কিন্তু কবে থেকে ট্রেনের বুকিং শুরু হবে তা এখনও জানানো হয়নি। শীঘ্রই বুকিং শুরুর তারিখ জানানো হবে বলে মনে করা হচ্ছে।