দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-অবশেষে কাটল জটিলতা। বাগবাজার সার্বজনীনের দুর্গা পুজোর আয়োজনের দায়িত্ব পুরনো কমিটির হাতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতায় ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপনের মিছিল শেষ হওয়ার পরই বৈঠকে বসতে চলছেন বাগবাজার সার্বজনীন পুজো কমিটির সদস্যরা।গতবারের কমিটিকে পুজো করার দায়িত্ব দেওয়া হবে। খুঁটিপুজোর দিনক্ষণও স্থির হবে ওই বৈঠকে, জানান বাগবাজার সার্বজনীনের প্রাক্তন সম্পাদক গৌতম নিয়োগী। বুধবার গণেশ পুজোর দিনই একথা জানান তিনি। কমিটি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল ঠিকই। তবে সেই অসন্তোষের জেরে নিষ্ঠায় কোনও ছেদ পড়বে না বলেই জানান গৌতমবাবু।প্রসঙ্গত বাগবাজার সার্বজনীন পুজোর দায়িত্ব কাদের হাতে থাকবে তা নিয়ে সম্প্রতি ভোটাভুটির আয়োজন করা হয়। কিন্তু সেই ভোটে ব্যালট পেপার ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ ওঠে। ব্যাপক অশান্তিও হয়। তৈরি হয় জটিলতা। পুজোর দায়িত্ব পুরনো কমিটির হাতে থাকবে নাকি তা নিয়ে শুরু হয় আলোচনা। অবশেষে পুরনো কমিটি বহাল রেখে পুজোর সিদ্ধান্ত নেওয়া হল বাগবাজার সার্বজনীনে। বৃহস্পতিবার বৈঠকে পুজো কমিটি খুঁটি পুজোর জন্য দিনক্ষণ নির্ধারণ করবেন।বৃহস্পতিবার ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপনের মিছিল শেষে বৈঠক হবে। ওই বৈঠকে খুঁটিপুজোর দিনক্ষণ-সহ পুজো সংক্রান্ত আরও নানা বড় সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা। ওই বৈঠকে কী হয়, সেদিকেই তাকিয়ে পুজোপ্রেমীরা।
Hindustan TV Bangla Bengali News Portal