Breaking News

‘নজর রাখুন, আজ বড় কিছু হতে পারে’,অভিষেকের জেরা চলার মধ্যেই দাবি সুকান্তের, কড়া ভাষায় নিন্দা তৃণমূলের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কয়লা পাচারকাণ্ডে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির জেরার মধ্যেই বিস্ফোরক দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। শুক্রবার দুপুরে দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেন, ‘আজকেও বড় কিছু ঘটতে পারে। আপনারা লক্ষ্য রাখুন।’ প্রশ্ন হল, তবে কি অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে চলেছে ইডি।তার পরেই কড়া ভাষায় নিন্দা করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘বিজেপি ইডি, সিবিআইয়ের সম্মান নষ্ট করছে। বুঝিয়ে দিচ্ছে যে বিজেপিই কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ন্ত্রণ করছে।’’বিজেপি-তৃণমূলের আঁতাত রয়েছে বলে অভিযোগ উঠছে, এই নিয়ে এদিন সুকান্তবাবুর প্রতিক্রিয়া চান সাংবাদিকরা। তখনই তিনি বলেন, ‘কোনও বোঝাপড়া নেই সেটা আমরা বলেছি আর প্রমাণিতও হয়েছে। দিদি ঘুরে আসার পর পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছেন। দিদির প্রিয় আদরের ভাই কেষ্ট তিনি জেলে গেছেন। বোঝাপড়া যদি থাকত তাহলে এই সমস্ত লোকেরা জেলে যেত না। আগামী দিনে আরও কিছু যাবে বলে মনে হচ্ছে। আজকেও বড় কিছু ঘটতে পারে। আপনারা লক্ষ্য রাখুন’।সুকান্তের এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠেছে তবে কি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া অভিষেক সম্পর্কেই ইঙ্গিত সুকান্তের।সুকান্তের মন্তব্যের পরে শুক্রবার কুণাল বলেন, ‘‘অতীতেও দেখা গিয়েছে বিজেপি যা বলছে, তাই হচ্ছে। দিন বেছে বেছে তৃণমূল নেতাদের চিঠি পাঠানো বা তল্লাশি চালাচ্ছে। এর ফলের কেন্দ্রীয় তদন্ত সংস্থার সুনাম নষ্ট হচ্ছে।’’কয়লা পাচারকাণ্ডে ইডির তলবে হাজিরা দিতে শুক্রবার বেলা ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই থেকে তাঁকে টাকা জেরা করছেন গোয়েন্দারা। অভিষেকের বিরুদ্ধে অভিযোগ, কয়লা পাচারের টাকা এসেছে তাঁর কাছেই। সেই টাকা স্ত্রী – শ্যালিকার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশে পাচার করেছেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *