দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের বিরোধী দলগুলির নেতাদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূল কংগ্রেসের সব নেতা মন্ত্রী চোর নয় বলে দাবি করেন সৌগতবাবু। আর তার প্রেক্ষিতে বিরোধী নেতাদের হুঁশিয়ারির সুরে জানালেন, পার্থর বিরুদ্ধে বলুন কোনও আপত্তি নেই। কিন্তু এ কথা বলবেন না তৃণমূলের সবাই চোর। দমদমের তৃণমূল সাংসদের এই মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।শুক্রবার দক্ষিণ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডে জলপ্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌগত রায়। ওই অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বলুন আপত্তি নেই। ভুল করে একথা বলবেন না তৃণমূলের সকলে চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। মমতা দুর্নীতির রানি এসব বললে আমাদের ছেলেরা রেগে যায়। রেগে গেলে মাথার ঠিক থাকে না। কী করবে বলতে পারছি না। সিপিএম, বিজেপি, কংগ্রেস সকলকে বলে যাচ্ছি এই দু’টি কথা ভুলেও বলবেন না।”তৃণমূলের বর্ষীয়ান সাংসদের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন বিরোধীরা। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সৌগত রায়ের এই মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন সুজন চক্রবর্তী এবং দিলীপ ঘোষ।সৌগতর এই মন্তব্য নিয়ে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আপনার দলের নেতাদের যখন ক্যামেরার সামনে টাকার বান্ডিল নিতে দেখা যায় তখন আপনাদের ছেলেরা রেগে যায় না। মানুষ রাগ নামিয়ে দেবে। সময় আসছে। সৌগত রায়ের এই মন্তব্য নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীও কটাক্ষ করেন, তাঁর বক্তব্য,সারদা মামলায় জেল খেটেছেন কুণাল ঘোষ। তাঁর সেই সময়কার মন্তব্য নিয়ে কী বলবে জোড়াফুল শিবির।