Breaking News

চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান!পুজোর পরেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা?জেলায় পরীক্ষাকেন্দ্রের তালিকা চাইল পর্ষদ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভালো খবর চাকরিপ্রার্থীদের জন্য, পুজোর পরেই নেওয়া হতে পারে প্রাইমারি টেট পরীক্ষা| প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রস্তুতি দেখে বড় ইঙ্গিত মিলেছে। পুজোর পরে পরীক্ষা হলে, কোন জেলায় কত পরীক্ষাকেন্দ্র পাওয়া যেতে পারে, তার তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।প্রতি বছর টেট (প্রাথমিকে শিক্ষক পদে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা) হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদে দায়িত্বভার নেওয়ার পর এ কথা ঘোষণা করেছিলেন গৌতম পাল। তার কয়েক দিনের মধ্যেই পরবর্তী টেট করার জন্য এ বার তোড়জোড় শুরু করে দিল পর্ষদ। প্রাথমিকে শিক্ষক পদে নিয়োগের জন্য পরবর্তী পরীক্ষার আয়োজন করতে জেলাগুলিতে পরীক্ষাকেন্দ্রের তালিকা চেয়ে জেলা প্রাথমিক স্কুল পর্ষদগুলিকে চিঠি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে যে, আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে জরুরি ভিত্তিতে প্রত্যেক জেলায় পরীক্ষা গ্রহণের জন্য সঠিক পরিকাঠামো আছে কি না, তা যেমন জানতে চাওয়া হয়েছে, তেমনই পরীক্ষাকেন্দ্রের তালিকা চেয়ে পাঠাতে বলা হয়েছে।প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে দায়িত্ব নিয়েই গৌতম বলেছিলেন, ‘‘ সব কিছু স্বচ্ছতার সঙ্গে হবে এ বার। আগামী বছর থেকে প্রতি বছর টেট হবে। রেজাল্ট বেরোবে। চাকরিও হবে।চেষ্টা করব যেন কোনও অভিযোগ না থাকে। প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বচ্ছতার জন্য ‘গ্রিভান্স সেল’ খোলা হবে।’’ সেই মন্তব্যের কয়েক দিনের মধ্যেই টেট করা নিয়ে পর্ষদ প্রস্তুতি শুরু করে দিল বলেই মনে করা হচ্ছে।সূত্রের খবর, আনুমানিক হারে পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনা করে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা পাঠাতে বলা হয়েছে বিভিন্ন জেলাকে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে বৈঠকে বসতে পারে পর্ষদের নব গঠিত অ্যাডহক কমিটি। ধারণা এই বৈঠকেই টেট পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার আগেই পরীক্ষাকেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *