দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রেললাইনে কাজের জন্য শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত শিয়ালদহ মেইন শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে বলে জানানো হল রেলের তরফে। শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত এক ডজন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেললাইন মেরামতির কাজের জন্য একজোড়া শিয়ালদহ -কল্যাণী সীমান্ত ও শিয়ালদহ -নৈহাটি লোকাল-সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।শনিবার রাত ১০ টায় থেকে কাঁকিনাড়া ও নৈহাটি স্টেশনের মাঝের রেল ট্র্যাকে শুরু হবে কাজ। চলবে রবিবার সকাল ৬টা পর্যন্ত। এই সময়ের মধ্যে শিয়ালদহ-নৈহাটির মাঝে চলবে না কয়েক জোড়া ট্রেন। রবিবারও বাতিল থাকবে সেই ট্রেনগুলি।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী –
একজোড়া শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল
একজোড়া শিয়ালদহ-নৈহাটি লোকাল
নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল রবিবার ভোর ৪.১০এর বদলে নৈহাটি স্টেশন থেকে ছাড়বে ৫.১২তে
বারাকপুর-নৈহাটির মধ্যে ১৯২টির বদলে চলবে ১৮৮ টি ট্রেন, বাতিল ২ জোড়া আপ ও ডাউন ট্রেন |
শনিবার রাত ও রবিবার কর্মব্যস্ততা প্রায় থাকে না।নিত্যযাত্রীদের চাপও কম। সেই কারণে এই সময়টা রেলট্র্যাক মেরামতির জন্য বেছে নেওয়া হয়েছে। যদিও পুজোর আগে রবিবার, ছুটির দিনে কেনাকাটার ভিড় থাকে ট্রেনে। তাই কয়েক জোড়া ট্রেন বাতিলের জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে রেলের তরফে।প্রসঙ্গত শিয়ালদহ মেন শাখায় প্রতিদিন বহু যাত্রী যাতায়াত করেন। এই ট্রেন বাতিলে যাত্রীদের সমস্যার মুখে পড়তে হবে বলে মনে করছেন তাঁরা। রেল সূত্রে দাবি, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে শনিবার রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখেই কাজ করা হবে।
Hindustan TV Bangla Bengali News Portal