প্রসেনজিৎ ধর :- তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় বাধা দিতে পারবে না ইডি। হাইকোর্টের পর একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্টও। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছে সর্বোচ্চ আদালত।তাঁকে রক্ষাকবচ দিল। ইডির দায়ের করা মামলায় তাঁর পক্ষেই রায় প্রধান বিচারপতির বেঞ্চের। অভিষেকের বিদেশযাত্রায় কোনও বাধা নেই। তাঁর বিরুদ্ধে আপাতত কোনও কঠোর পদক্ষেপও নিতে পারবে না ইডি। এদিন ইডির মামলায় সওয়াল-জবাব শুনে আলাদা কিছু বলেনি সুপ্রিম কোর্ট | আগের নির্দেশিকা বহাল রেখেই অভিষেকের বিদেশযাত্রার অনুমতি দেওয়া হয়েছে। চোখের চিকিৎসার জন্য তিনি বিদেশ যেতে পারবেন। এখনই তাঁর বিরুদ্ধে ইডি কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ললিতের বেঞ্চে মামলাটি উঠেছিল। আগামী ৩০ তারিখ মামলার পরবর্তী শুনানি। অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়াল শীর্ষ আদালত। সম্প্রতি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। গত শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি আর সেই জেরার মাঝেই সেদিন আসে স্বস্তির খবর। সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি কোনও পদক্ষেপ করতে পারবে না বলে শুক্রবার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গরুপাচার মামলায় অভিষেককে দিল্লিতে তলব করেছিল ইডি। তখনই তলবের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। কিন্তু অভিষেকের আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। সুপ্রিম কোর্ট জানায় অভিষেককে জেরা করতে হবে কলকাতায় গিয়েই। সেই মতো গত শুক্রবার কলকাতায় অভিষেককে জেরা করছেন দিল্লি থেকে আসা ইডির ৫ আধিকারিক। তার মধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ললিতের ডিভিশন বেঞ্চে ওঠে অভিষেকের মামলা। তাতে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে সোমবার পর্যন্ত তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি।