দেবরীনা মণ্ডল সাহা :- ফের বাংলা-ঝাড়খণ্ড সীমানা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। পশ্চিম বর্ধমানের সালানপুরে রাজ্য পুলিশের এসটিএফের অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ওই অভিযান চালায় এসটিএফ।ওয়ান শটার, পিস্তল, কার্তুজ-সহ একাধিক আগ্নেয়াস্ত্রের সিজার লিস্ট তৈরি করেছে এসটিএফের। ভাগলপুর ও মুঙ্গের থেকে অস্ত্রগুলি আনা হচ্ছিল বলে অনুমান তদন্তকারীদের।বাংলা-ঝাড়খণ্ড সীমানার সালানপুর এলাকার রূপনারায়ণপুরের বিহার রোড থেকে অস্ত্রশস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়াল। নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্নও উঠল। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের একটি দল অভিযান চালায় সালানপুরের রূপনারায়ণপুরের বিহার রোড। সেখানে থেকে পিস্তল, কার্তুজ-সহ একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি নাইন এমএম কার্বাইন ও তার ৩টি ম্যাগাজিন, ২টি সেভেন এমএম পিস্তল, ৩টি নাইন এমএম পিস্তল, ৫টি ওয়ান শর্টার, ১৫ রাউন্ড নাইন এমএম এর ম্যাগাজিন, ১০ রাউন্ড অন্য কার্তুজ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওইসব বিপুল অস্ত্র সালানপুরে কাউকে পৌঁছে দিতে এসেছিল ধৃতরা। কিন্তু প্রশ্ন উঠছে ওই বিপুল অস্ত্র কারা নিতে চেয়েছিল। কী উদ্দেশ্য ছিল তাদের। কয়েকদিন আগেই এরকম বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছিল। সেবারও পাওয়া যায় কার্বাইন, নাইন এমএম পিস্তল। ওই দুটি ঘটনার সঙ্গে কোনও যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলে পঞ্চায়েত ভোটের আগে এত অস্ত্র রাজ্যে ঢুকছে কেন?
Hindustan TV Bangla Bengali News Portal