দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে ফের বিপুল নিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | জানালেন, নতুন ৮৯ হাজার পদে শিক্ষক নিয়োগ করা হবে। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যের ৩০ হাজার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে জানিয়েছেন তিনি। সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শিক্ষারত্ন প্রদানের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই নয়া শিক্ষক নিয়োগের বিষয়টি তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যে ২ লক্ষ ৬৩ হাজার শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ হয়েছে রাজ্যে। আরও বহু পদে এতদিনে নিয়োগ সাড়া হত বলেও জানালেন তিনি।এদিনের অনুষ্ঠানে রাজ্যের শিক্ষকদের ভূয়ষী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমাদের স্কুলের টিচাররা গর্বের গর্ব, তাঁরা যেভাবে শিক্ষা দেন। সারা পৃথিবীতে বাংলা মেধায় দখল করে নেবে। আমাদের দেশের ইতিহাস, ধর্ম, নিরপেক্ষতা জানতে হবে।’ রাজ্যে আরও ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে বলার সময় নাম না করে ফের একবার শিক্ষক নিয়োগ দুর্নীতি-আন্দোলনের প্রসঙ্গ উত্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘কয়েকটা ছেলেমেয়ে বসেছিল রাস্তায়, আমার সঙ্গে দেখা হয়েছিল। আমি বলেছিলাম করে দিন। তখনকার শিক্ষামন্ত্রী বলেছিলেন এদের নম্বর পারমিট করছে না। তবুও আমি বলেছিলাম করে দিন।’ এক্ষেত্রে যেকোনও ইস্যুতে জনস্বার্থ মামলা করাকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী।সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শিক্ষারত্ন প্রদানের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই নয়া শিক্ষক নিয়োগের বিষয়টি তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যে ২ লক্ষ ৬৩ হাজার শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ হয়েছে রাজ্যে। আরও বহু পদে এতদিনে নিয়োগ সাড়া হত বলেও জানালেন তিনি।শুধু শিক্ষক পদে নয়, নিয়োগ হবে দক্ষতাভিত্তিক পদেও। রাজ্যের তরফে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে ৩০ হাজার যুবক-যুবতীকে চাকরি দেওয়া হবে। আগামী ১৫ দিনের মধ্যে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বহু যুবক-যুবতীর অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা চাকরি পাননি। এমনকী, রাস্তায় নেমে আন্দোলন করছেন তাঁরা। এ প্রসঙ্গে শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর মন্তব্য, “যারা জাস্টিস পায়নি, তাঁরা কিন্তু জাস্টিস আমাদের থেকে পাবেন।” একইসঙ্গে মমতা জানান, “আমরা কারও চাকরি খাইনি।”