Breaking News

‘কোনও ডিএ বকেয়া নেই’, হাইকোর্টে স্পষ্ট জানাল নবান্ন,পুজোর অনুদান মামলায় হলফনামা রাজ্যের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘভাতা বকেয়া নেই। কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য সরকার। পুজো অনুদান মামলায় এই হলফনামা জমা দিল রাজ্য সরকার। চলতি বছর দুর্গাপুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা হয়। এদিন সেই মামলায় হলফনামা জমা করল রাজ্য। রাজ্য সরকার দ্বারা পুজোয় অনুদান ঘোষণার পর কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই মামলায় প্রশ্ন তোলা হয়েছিল, যেখানে রাজ্য সরকারের কর্মীদের ডিএ বাকি, সেই আবহে পুজোয় ক্লাবগুলিকে অনুদান দেওয়া কতটা যুক্তিসঙ্গত। কলকাতা হাইকোর্ট এরপর রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশের প্রেক্ষিতে মঙ্গলবার রাজ্যের তরফে আদালতে হলফনামা জমা দেওয়া হয়। সেই হলফনামায় রাজ্য সরকার আদালতকে জানায়, ‘রাজ্যের কাছে কোনও মহার্ঘভাতা বকেয়া নেই। আদালতে রায়ের পুনর্বিবেচনা আর্জির মামলা এখন বিচারাধীন। কোর্টের নির্দেশের পরে রাজ্য কর্মীদের ডিএ দিতে উদাসীন, এটা যুক্তিসঙ্গত নয়।’ একইসঙ্গে মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই বলে দাবি করে রাজ্য। ওই মামলায় হলফনামা জমা দিয়ে নবান্ন স্পষ্ট জানিয়ে দিল, রাজ্য সরকারি কর্মচারীদের কোনও ডিএ বকেয়া বা বাকি নেই। এ ব্যাপারে একটি মামলা রয়েছে। তা নিয়ে সরকার ইতিমধ্যে রিভিউ পিটিশন দাখিল করেছে। রাজ্য সরকারের এই হলফনামা তথা এভিডেফিট মঙ্গলবার ফের আন্দোলিত করে দিয়েছে সরকারি কর্মচারীদের একাংশকে। তাঁদের বক্তব্য, ‘কোনও ডিএ বকেয়া নেই’, বলে নবান্ন বুঝিয়ে দিয়েছে যে আর বকেয়া টাকা দেওয়া হবে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *