Breaking News

পুজোতে কেনাকাটার ভিড় সামলাতে বিশেষ বাস চালুর সিদ্ধান্ত রাজ্য সরকারের!শহরের ৯ রুটে শনি ও রবিবার চলবে বাসগুলো

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আর মাত্র কয়েক দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো |আর তাই শনি এবং রবিবার ভিড় বাড়ছে কেনাকাটার । সপ্তাহন্তের সেই ভিড় সামাল দিতে আগেই অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এবার সপ্তাহন্তে চলবে অতিরিক্ত সরকারি স্পেশ্যাল বাসও, এমনই জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।আগামী ১০ তারিখ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চালু করা হল, পুজোর কেনাকাটার জন্যে স্পেশাল বাসের। যা শুধুমাত্র শনি ও রবিবারই বরাদ্দ থাকবে। সঙ্গে ভাড়া একই থাকবে। এবং স্পেশাল বাসের সময়কাল থাকবে, ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।

কোন কোন রুটে চলবে এই বাসগুলি?
শ্যামবাজার চত্বর
শ্যামবাজার-বারাকপুর কোর্ট রুটে (বিটি রোড-চিড়িয়ামোড়-রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়-সিঁথি-ডানলপ-টিটাগড়-সোদপুর) চলবে ২ বার।

এসপ্ল্যানেড চত্বর

এসপ্ল্যানেড-হাওড়া রুটে (আর আর অ্যাভিনিউ-রাজভবন-বিবাদি বাগ-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ পূর্ব) ৬ বার যাতায়াত করবে বাসটি।
এসপ্ল্যানেড-ডানলপ রুটে (সিআর অ্যাভিনিউ-সেন্ট্রাল মেট্রো-গিরিশ পার্ক-বিবেকানন্দ রোড-হাতিবাগান-শ্যামবাজার-বিটি রোড-সিঁথি) ৩ বার যাতায়াত করবে সরকারি স্পেশ্যাল বাসটি।

গড়িয়াহাট চত্বর

গড়িয়াহাট-হাওড়া স্টেশন রুটে (দেশপ্রিয় পার্ক-রাসবিহারী ক্রসিং-হাজরা-এক্সাইড-পার্ক স্ট্রিট মেট্রো- মেয়ো রোড-আকাশবানী) চলবে ৩ বার।
গড়িয়াহাট-পর্ণশ্রী রুটে (দেশপ্রিয় পার্ক-রাসবিহারী-টালিগঞ্জ ফাঁড়ি-তারাতলা) চলবে ৩ বার।
গড়িয়াহাট-বেহালা চৌরাস্তা রুটে (দেশপ্রিয় পার্ক-চেতলা-তারাতলা) চলবে ৩ বার।

যদিও কলকাতায় পুজো শুরু হয়ে গিয়েছে পয়লা সেপ্টেম্বর থেকেই। ইউনেস্কোর তরফ থেকে কলকাতার দুর্গাপুজোকে বিশ্ব ঐতিহ্যবাহী বা হেরিটেজ তকমা দেওয়ার পর থেকেই কলকাতা যেন উৎফুল্ল। সেদিন মুখ্যমন্ত্রীর তৎপরতায় কলকাতার রেড রোড সেজে উঠেছিল একবারে আনন্দ উৎসবে। যাই হোক, পুজো আসন্ন। দু বছর করোনার মরসুম কাটিয়ে এই বছর যেন নতুনভাবে দেবী দুর্গাকে স্বাগত জানাবে তিলোত্তমা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *