প্রসেনজিৎ ধর, কলকাতা :- পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আজ জেলার নেতা–কর্মীদের নিয়ে বৈঠক ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আজ, বৃহস্পতিবার সেই সভায় মুখ্য বক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকে সাংসদ মহুয়া মৈত্রকে ধমক দিলেন তৃণমূল সুপ্রিমো। এদিন সরাসরি জানিয়ে দিলেন, নিজের লোকসভা এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে কৃষ্ণনগরের সাংসদকে।পঞ্চায়েত ভোটের আগে দলীয় অনুশাসন ও শৃঙ্খলা নিয়ে নেতাজি ইন্ডোরে বৃহস্পতিবার দলের সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি-সহ ছিলেন দলের নেতা, বিধায়ক, সাংসদ, মন্ত্রীরা। সেখানে বক্তব্য রাখার সময় মহুয়া মৈত্রকে দেখতে পান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই কার্যত ধমকের সুরে তিনি বলেন, “করিমপুর আর মহুয়ার জায়গা নেই। ওটা আবু তাহেরের জায়গা। উনি দেখে নেবেন। তুমি তোমার জায়গাটা নিয়ে থাকো।”২০১৬ সালে করিমপুর থেকে বিধায়ক হয়েছিলেন মহুয়া মৈত্র। ফলে সেখানে তাঁর একটা যাতায়াত আছে। আবার ২০১৯ সালে মহুয়া মৈত্রকে কৃষ্ণনগর লোকসভা আসনে প্রার্থী করে জিতিয়ে আনে তৃণমূল কংগ্রেস। আর তাঁর ছেড়ে আসা আসনে উপনির্বাচনে জেতেন বিমলেন্দু সিং। করিমপুর বিধানসভা কেন্দ্র নদিয়া জেলার অন্তর্গত। তবে মুর্শিদাবাদ লোকসভা এলাকার অংশ। সুতরাং এখানে নাক গলাতে পারেন না মহুয়া মৈত্র। আর তাঁর এখানে নাক গলানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নালিশ করা হয়েছিল বলে সূত্রের খবর। কারণ ওই বিধানসভা এলাকার সঙ্গে যুক্ত থাকার কথা নয় মহুয়ার। কিন্তু সেখানে নাক গলিয়ে ক্ষমতা দেখিয়েছেন মহুয়া। তাই বৃহস্পতিবার প্রকাশ্যে ধমক দিয়ে বার্তা দেন মমতা।
Hindustan TV Bangla Bengali News Portal