দেবরীনা মণ্ডল সাহা:- নবান্ন অভিযানকে সামনে রেখে দলের পুরনো নেতা-কর্মীদের মাঠে নামাতে সক্রিয় দিলীপ ঘোষ-লকেট চট্টোপাধ্যায়রা। আগে রাজ্য বিজেপির একাধিক কর্মসূচিতে দেখা যেত হুগলীর সাংসদ লকেট চট্টপাধ্যায়কে। তারপর রাজ্য বিজেপির সাথে তাঁর দূরত্ব বেড়েছিল। কেন্দ্রের বিভিন্ন কর্মসূচিতে দেখা যেত তাঁকে। আদি বিজেপিকে চাঙ্গা করতে ফের মাঠে নামলেন পুরানো জুটি দিলীপ ও লকেট |
এদিন দিলীপ ও লকেটের সঙ্গে দেখা গেল বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখ্য, সুকান্ত মজুমদার ও অমিতাভ চক্রবর্তীর ‘নয়া জমানা’য় দূর থেকে দূরে সরছিলেন রাজু। সেই রাজুকেই দেখা গেল দিলীপ ও লকেটের সঙ্গে তারাপীঠে পুজো দেওয়া থেকে দলের কর্মসূচিতে।বিজেপির নতুন পর্যবেক্ষক সুশীল বনশালী অসন্তুষ্ট। কারণ, পুরানোদের মাঠে নামতে তেমন দেখা যাচ্ছে না। তবে এই আদি- নব্য দ্বন্দ্ব আসলে ‘ইগো’র আর ক্ষমতার কুর্শিতে বসার। তাই নতুনরা চাইছেন পুরানোদের দূরে রাখতে। আর পুরানোরা বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ নতুনদের ওপর। এই পরিস্থিতিতে বিজেপির কর্মসূচি ‘জমছে না’। তাই দলের ‘মান’ রাখতে পুরানোদের মান ভাঙিয়ে লড়াই করার ডাক দিয়ে মাঠে নেমেছেন দিলীপ ও লকেট।