প্রসেনজিৎ ধর :- নতুন দলে যোগ দিতেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এই ব্যবস্থায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় থাকবেন একজন কমান্ডান্ট-সহ সিআরপিএফ-এর ২৪ জন জওয়ান। গতকাল রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দফতর থেকে তাঁকে ফোন করে গোটা বিষয়টি জানানো হয়। আসন্ন নির্বাচন এগিয়ে আসতে ক্রমেই বাড়ছে দুই দলের দ্বন্দ। আর তার আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন একাধিক তৃণমূল নেতা। গত সপ্তাহেই নিজের পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও। বেশ কয়েকদিন ধরেই রাজীবের দল ছাড়া নিয়ে জল্পনা চলছিল কিন্তু দল ছাড়ার আভাস মেলেনি। এরপরেই শনিবার রাজীবের সঙ্গে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন উত্তরপাড়া ও বালির বিধায়ক প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রাণাঘাট পুরসভার প্রাক্তন প্রশাসক পার্থসারথী চট্টোপাধ্যায়, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ। আর নতুন দলে যোগ দিতেই বিশেষ নিরাপত্তা পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
Hindustan TV Bangla Bengali News Portal