দেবরীনা মণ্ডল সাহা :- সাধারণ বাজেটে কৃষকদের জন্য একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করল মোদি সরকার | সোমবার সাধারণ বাজেটে কৃষি ঋণ বাড়ানোর প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন | কৃষি ঋণের বরাদ্দের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১৬.৫ লক্ষ কোটি করার প্রস্তাব দেওয়া হল | বাজেট বক্তব্যে আশ্বাস দিয়ে নির্মলা সীতারামন বলেন, ‘কৃষকদের উন্নতিতেই গুরুত্ব দেবে সরকার |’ কৃষকদের আয় যে দ্বিগুন করা হবে, এমনটা এদিন প্রথমেই ঘোষণা করেন সীতারামন | এমনকি এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য নিয়েও এদিন কৃষকদের আশ্বাস দেওয়া হয় মোদী সরকারের তরফে | ন্যূনতম সহায়ক মূল্য ধাপে ধাপে বাড়ানো হবে বলেও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী | এর ফলে কৃষকদের আয় বাড়ছে বলে জানান তিনি | উল্লেখ্য, এই ন্যূনতম সহায়ক মূল্য কৃষকদের বিক্ষোভের একটা বড় কারণ | উদাহরণ স্বরূপ গম চাষের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘যেখানে ২০১৩-১৪ অর্থবর্ষে গমের ক্ষেত্রে কৃষকদের ৩৩,৮৭৪ কোটি টাকা দেওয়া হয়েছে, ২০১৯-২০ তে সেখানে ৬২,৮০২ কোটি টাকা দেওয়া হয় এবং ২০২০-২১ অর্থবর্ষে তা বেড়ে ৭৫,০৬০ কোটি হয়েছে | তুলো চাষিদের কথাও এদিন বলেছেন অর্থমন্ত্রী | তিনি বলেন,২০১৩-১৪ অর্থবর্ষে তুলো চাষিদের দেওয়া হয়েছিল ৯০ কোটি টাকা। অর্থমন্ত্রী জানান, এবার সেটাই বেড়ে ২০২০-২১ -এ ২৫ হাজার কোটি ছাড়িয়েছে। সরকারের এই উদ্যোগে ৪৩.৩৬ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী সীতারামন|