প্রসেনজিৎ ধর :- আজ ডেবরা মাড়োতলার সত্যেশ্বর মন্দিরে পুজোতে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। মানুষের কল্যানের স্বার্থে এদিন ডেবরায় পুজোর আয়োজন হয়, এমনকি পুজো শেষে ভারতী ঘোষ জানান মানুষের জন্যই এই পুজো।
এমনকি এটি সমাজ সেবামূলক কাজ বলেও তিনি জানান। পাশাপাশি পুজোর শেষে এদিন প্রায় চার হাজার গ্রামবাসীদের জন্য প্রসাদস্বরূপ খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হয়।
সব মিলিয়ে একটা জনসেবামূলক কাজে এদিন উপস্থিত হয়ে আরো অনেক কথা বলেন ভারতী ঘোষ। এমনকি একটি হ্যান্ডিক্যাপ সোসাইটিতে বেশ কয়েক জন মানুষকে সাহায্য করা হয়। অন্যদিকে এই সোসাইটির মধ্যে থাকা মহিলাদের একটি স্বনির্ভর গোষ্ঠী নিয়ে কথা বলেন। পাশাপাশি বাজেট নিয়ে তিনি জানান, নরেন্দ্র মোদী সব সময় দেশের মানুষের কথা ভাবেন, পুরো দেশটা তাঁর কাছে পরিবারের মতন। আজকের বাজেট একটা জনকল্যাণমুখী বাজেট। বিরোধীরা এই নিয়েও যা বলছে বলুক। কারণ ওনাদের কাজই হল বিরোধিতা করা, কোথায় কি হল না হল সব নিয়েই তাঁরা মুখ খোলেন। এই নিয়ে নতুন করে কিছুই বলার নেই।