Breaking News

‘২০২৪-এ সবাই একজোট হয়ে যাব’, বিরোধী ঐক্য নিয়ে বার্তা মমতা বন্দোপাধ্যায়ের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ২০২৪ সালে রয়েছে দেশের লোকসভা নির্বাচন। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সেই লোকসভা নির্বাচনে বিরোধী জোট নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ এ খেলা হবে বলেও এদিন স্লোগান দেন মুখ্যমন্ত্রী।বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বুথকর্মীদের সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২০২৪-এ এমন খেলা হবে, বুঝবে বিজেপি খেলার নাম বাবাজি।’ তিনি ভিড়ের উদ্দেশে আরও বলেন, ‘কে কে লড়বেন, হাত তুলুন। হিম্মত আছে? ঝাড়খণ্ড বাঁচিয়ে দিয়েছি। পুজোর পরই শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট। তারপর ২৪-এ এমন খেলা হবে, বুঝবে বিজেপি খেলার নাম বাবাজি। ওদিকে হেমন্ত আছে, নীতীশজি আছে। আমরা সবাই আছি। একসঙ্গে হয়ে যাব দেখবেন। রাজীবজির সময় ৪০০ ছিল। ওদের ৩০০ আছে। এই যে নামগুলো বললাম, ১০০ ওখান থেকেই কমে যাবে।’প্রসঙ্গত, ঝাড়খণ্ডে জেএমএম পরিচালিত হেমন্ত সোরেনের সরকারকে ফেলতে ‘হর্স ট্রেডিং’-এর ষড়যন্ত্র করছে বিজেপি, এমনই অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেত্রী। মাস খানেক আগে হাওড়ার পাঁচলা থেকে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হওয়ার ঘটনার পর এই অনুমান আরও জোরাল হয়। রাজনৈতিক মহলের মত, ঝাড়খণ্ড সরকারকে উৎখাত করতে অর্থ দিয়ে কংগ্রেস বিধায়কদের দলে টানতে চাইছে বিজেপি। যদিও পরবর্তী সময়ে ঝাড়খণ্ড বিধানসভায় আস্থা ভোটে দেখা যায়, হেমন্ত সোরেন সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে জিতেছেন।সেই প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করেই মমতার দাবি, ‘ঝাড়খণ্ডকে বাঁচিয়ে দিয়েছি।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *