Breaking News

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের,হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদে গ্রাম পঞ্চায়েত দফতরে তালা ঝোলালেন দলের কর্মীরাই

অভিষেক সাহা, মালদহ :- নির্বাচনের আগে বারংবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে এসেছে | এবার শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত দফতরে তালা ঝোলালেন দলেরই কর্মীরা | যার জেরে উত্তপ্ত হল হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ | এলাকার কর্মীদের অভিযোগ,ব্লক সভাপতি নিজের ইচ্ছে মত অঞ্চল কমিটি গঠন করেছেন | যার জেরেই সোমবার হরিশচন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্ৰাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখান তাঁরা | এমনকি কার্যালয়ের গেটে তালা দিয়ে তৃণমূলের পতাকা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মী নেতাদের এাকাংশ | রাস্তায় টায়ার জ্বালিয়ে চলতে থাকে তাঁদের স্লোগান ” মানিক দাস হটাও, তৃণমূল বাঁচাও”।

মানিক দাস হলেন হরিশচন্দ্রপুর ১ নং ব্লক তৃণমূল সভাপতি| সম্প্রতি ব্লক তৃণমূল কমিটি ঘোষণা করেছে দল | তারপর থেকে শুরু হয়েছে নেতা কর্মীদের একাংশের অসন্তোষ | জানা গেছে, বিরোধের সূত্রপাত অঞ্চল সভাপতি জুয়েল আখতারকে নিয়ে | তাঁকে মানতে চাইছে না দলের একাংশ |বিক্ষোভকারীদের অভিযোগ, জুয়েলের থেকে দলে অনেক পুরনো ও অভিজ্ঞ নেতা রয়েছেন | কারোর সাথে আলোচনা না করে জুয়েলকে অঞ্চল সভাপতি করা হয়েছে বলে অভিযোগ | ভোটের মুখে কমিটি গঠনে নেতা-কর্মীদের এমন অসন্তোষের জেরে অস্বস্তিতে পড়েছেন জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্ব | এই ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি | বিজেপির বক্তব্য,শাসকদলের গোষ্ঠী কোন্দল যেন থামতেই চাইছে না | শাসক দলের অন্দরে শুরু হয়েছে ক্ষোভ-বিক্ষোভ | এই ক্ষোভ দলের পার্টি অফিস থেকে শুরু করে রাস্তায় এসে পড়েছে বলেও অভিযোগ তাঁদের |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *