Breaking News

উৎকর্ষ বাংলা-র সাফল্য,চাকরির নিয়োগপত্র পেলেন ১০ হাজার জন, মোট পাবেন ৩০ হাজার, ঘোষণা মমতার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- চাকরি নিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উৎকর্ষ বাংলা প্রকল্পে কারিগরি শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েদের দেওয়া হবে নিয়োগপত্র। সব মিলিয়ে প্রায় ৩০০০০ ছেলে মেয়েকে নিয়োগ পত্র দেওয়া হবে। আজ ১০ হাজার ছেলে মেয়ের হাতে নিয়োগ পত্র তুলে দেন মমতা। আগামী ১৫ সেপ্টেম্বর আরও ৭ হাজার ছেলে মেয়ের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এইভাবে ধাপে ধাপে মোট ৩০ হাজার ছেলেমেয়েকে চাকরির নিয়োগ পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন বক্তব্যের শুরুতেই ‘কন্যাশ্রী’ এবং রাজ্য পর্যটন বিভাগের আন্তর্জাতিক সাফল্যের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এ বছর বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক স্তরে পর্যটন বিভাগকেও কালচারাল ডেস্টিনেশন হিসেবে ঘোষণা করা হয়েছে।আগামী বছর ২৩ মার্চ বার্লিনে এই পুরস্কার তুলে দেওয়া হবে রাজ্যের প্রতিনিধিদের হাতে। আর তার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর দাবি, এবার ‘উৎকর্ষ বাংলা’তেও সেরার স্বীকৃতি পাবে বাংলার ছেলেমেয়েরা। আর কেউ কোনও লড়াইয়ে থাকবে না।আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, স্কিল ডেভলপমেন্ট বা দক্ষতা বৃদ্ধির নিরিখে মোট ৩০ হাজার চাকরি দেওয়া হবে সরকারি ক্ষেত্রে। তার প্রথম ধাপ হিসেবে সোমবার ১০ হাজার নিয়োগপত্র পাঠানো হল বিভিন্ন জেলার যোগ্য প্রার্থীদের। কোন জেলায় কত প্রার্থী, তা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আজই সকলের কাছে ই-মেল মারফত পৌঁছে যাবে নিয়োগপত্র। জেলার ছেলেমেয়েদের হাতে এই নিয়োগপত্র তুলে দেবেন নোডাল অফিসাররা। এরপর আরও ২০ হাজার জনের চাকরি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘ক্ষমতায় আসার পর আমি স্বপ্ন দেখেছিলাম বাংলা একদিন বিশ্ব সেরা হবে। কন্যাশ্রীতে আমরা ইউনাইটেড নেশনের কাছে এসেছি। দুর্গাপুজোয় স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। নিম্নস্তরের শিক্ষাতেও বাংলা প্রথম হয়েছে। এভাবে বাংলা এগিয়ে যাবে।’এদিন সভায় মুখ্যমন্ত্রী কারিগরি শিক্ষার উপর জোর দেন। আইটিআই পড়ুয়াদের সফলতার কথা তুলে ধরে বলেন, ‘গোটা ভারতে বিভিন্ন ট্রেডে ২১ জন শীর্ষস্থান অধিকার করেছে। যার মধ্যে ৯ জন বাংলার।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *