দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠেছিল কলকাতা শহর। ওই অভিযানে অশান্তি নিয়ে এবার রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট । কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আগামী সোমবার এই বিষয়ে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, রাজ্য সরকার যেন বিজেপির পার্টি অফিসের নিরাপত্তা সুনিশ্চিত করে।আদালতের পর্যবেক্ষণ, সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করা যেমন বেআইনি ও অসংবিধানিক এবং সেই সম্পত্তি নষ্ট করা যাবে না, ঠিক তেমনি অকারণে কাউকে গ্রেফতার করা যায় না। মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাওড়া ও কলকাতা উত্তাল হয়। বিকেলেই হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বিজেপিপন্থী আইনজীবীরা। পরে মামলা দায়ের হলে বিকেলে আদালতের নির্দিষ্ট সময়ের পরে ফের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই আবেদনটির শুনানি হয়। কলকাতা হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে, নবান্ন অভিযানের কর্মসূচিকে কেন্দ্র করে কাউকে অপ্রয়োজনীয় ভাবে গ্রেফতার বা আটক করে রাখা চলবে না। ওইদিন বিকেলেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপির আইনজীবীরা। মামলা দায়ের করলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশগুলি দেন।মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক দেবজিত্ চট্টোপাধ্যায়কে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মহাত্মা গাঁধী রোডের কাছে মঙ্গলবার দুপুরে তাঁকে একা পেয়ে মারধর করেন গেরুয়া শিবিরের কর্মীরা। আহত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনায় বড়বাজার থানায় অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সিসি ফুটেজ দেখে অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। ধৃতদের বুধবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।