Breaking News

কোন কোন প্রভাবশালীরা টাকা নিয়েছে সেটা দেখতে সুদীপ্ত সেনের চিঠি যাচাই হবে,আদালতের নির্দেশ

প্রসেনজিৎ ধর :- বিধানসভা নির্বাচনের মুখে সুদীপ্ত সেনের চিঠি-বিতর্কে নতুন মোড় | জেলে বসে সারদাকর্তা সুদীপ্ত সেনের লেখা চিঠি সিবিআইয়ের হাতে তুলে দিল আদালত | সোমবার সিবিআইয়ের আইনজীবীর হাতে চিঠিটি তুলে দিয়ে তদন্ত করে দেখার নির্দেশ দেন আলিপুর আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট | সূত্রের খবর, ওই চিঠিতে সুদীপ্ত সেন দাবি করেছেন রাজ্যের কয়েকজন বিজেপি, তৃণমূল, সিপিএম ও কংগ্রেস নেতা তাঁর কাছ থেকে বিপুল অঙ্কের আর্থিক সুবিধে নিয়েছেন | ডিসেম্বরের প্রথম দিকে ওই চিঠির বিষয়টি প্রকাশ্যে আসে | সোমবার ওই চিঠির সত্যতা যাচাইয়ের নির্দেশ দিল নগর দায়রা আদালত | ওই চিঠির সত্যতা যাচাই করবে সিবিআই | তাঁর কাছে থেকে টাকা নিয়েছিলেন রাজ্যের কয়েকজন প্রভাবশালী নেতা | এমন অভিযোগ করে সুদীপ্ত সেনের নামে একটি চিঠি লেখা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই চিঠি জমা পড়েছে এডিজি কারা-র দফতরে | এখন ওই চিঠি নিয়েই উঠছে বিতর্ক | ভোটের মুখে গতি পেয়েছে সারদা তদন্ত। তারই মধ্যে সুদীপ্ত সেনের এই চিঠিকে গোয়েন্দারা কতটা গুরুত্ব দেন। এর ভিত্তিতে কারও গ্রেফতারি হয় কি না সেটাই দেখার |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *